বাংলাদেশের ‘হাওয়া’য় মেতেছে কলকাতা। শুক্রবার ভারতের ৩৪ হলে মুক্তি পেয়েছে ‘হাওয়া’।

২৮তম কলকাতা চলচ্চিত্র উৎসবে এই ছবির স্ক্রিনিংয়ের আগে নন্দনের বাইরে দীর্ঘ লাইন পড়ে সিনেপ্রেমীদের। সেখানেই ছবির অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নাজিফা তুশি, পরিচালক মেজবাউর রহমান সুমনরা উপস্থিত ছিলেন। ছিলেন সৃজিত মুখার্জী ও রাজ চক্রবর্তী।

এমন সময়ই কলকাতার গণমাধ্যমের মুখোমুখি সৃজিত মুখার্জী। জানালেন, খুব শিগগিরই দেখা যাবে। একটু ধৈর্য ধরতে হবে।

সৃজিতের পাশে থাকা রাজ চক্রবর্তী জানালেন, কেবলমাত্র এগ্রিমেন্টটা বাকি। ওটা হয়ে গেলেই হয়ে যাবে। অ্যামাউন্ট নিয়ে আলোচনা চলছে!

চঞ্চলের অভিনয়ে এরই মধ্যে মুগ্ধ সৃজিত। ফেসবুকে চঞ্চল চৌধুরীকে নিয়ে তিনি লিখেছিলেন, ‘চঞ্চল চৌধুরীর প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত বিভিন্ন অভিনয় প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ প্রজন্মের জন্য।’

কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, চঞ্চলকে নিয়ে ছবি বানাবেন সৃজিত। যার চিত্রনাট্য হবে পরিচালক মৃণাল সেনকে ঘিরে। ছবির নাম সম্ভবত ‘পদাতিক’।

এদিকে গত দু’বছরের মহামারির ধাক্কা কাটিয়ে পুরোনো ধারায় ফিরেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (কিফ)। বৃহস্পতিবার এর উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খানেরা। 

ছিলেন সৌরভ গাঙ্গুলিও। সৌরভের স্ত্রী ডোনা তার নাচের ট্রুপ নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন। বাংলাদেশের চঞ্চল চৌধুরীও ছিলেন অনুষ্ঠানে। 

এএ