গায়ক ও অভিনেতা তাহসান খান সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সক্রিয়। এই মাধ্যমটি ব্যবহার করে ভক্তদের নিয়মিত আপডেট দেন তিনি। ভক্তরাও তার জন্য মুখিয়ে থাকেন। কখন কী লিখছেন প্রিয় তারকা, সেই খবর নিতে আগ্রহের যেন কমতি নেই। তাহসান ভক্তদের আগ্রহের বিষয়টি যেন এবার আরও প্রবলভাবে দেখা দিল।

মঙ্গলবার (৯ মার্চ) রাতে এক লাইনে একটি স্ট্যাটাস দিয়েছেন তাহসান। তাতে মাত্র পাঁচ শব্দে তিনি লিখেছেন, ‘স্টিল আই বিলিভ ইন ইউ’। আর এতেই রীতিমত হইচই শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। ভক্তদের মনে প্রশ্ন, কার উদ্দেশ্যে তাহসানের এমন বার্তা?

স্ট্যাটাসটিতে মাত্র ৪ ঘণ্টায় ১ লাখ দুই হাজারের বেশি রিয়েকশন পড়েছে। আর কমেন্ট হয়েছে ১৬ হাজারেরও বেশি। ফেসবুকে তাহসানের অফিসিয়াল এই পেজটি অনুসরণ করেন প্রায় ৮৫ লাখ মানুষ।

এদিকে এমন স্ট্যাটাসের কারণ খুঁজে চলেছেন ভক্তরা। স্ট্যাটাসটির মন্তব্যের ঘরে অনেকে লিখেছেন, এটা তাহসানের নতুন গানের কথা, আবার কেউ কেউ মনে করছেন, তাহসান তার সাবেক স্ত্রী মিথিলাকে উদ্দেশ করে কথাটি লিখেছেন! আবার অনেকে লিখেছেন- দেশের একটি ই-কমার্স প্রতিষ্ঠানের প্রচারণার অংশ হিসেবে এই স্ট্যাটাস দিয়েছেন তাহসান।

এসএসএইচ