নুসরাতের ট্যাটু নজর কেড়েছে ভক্তদের
সামাজিক মাধ্যমে নুসরাত জাহানের এক ছবি নজর কেড়েছে ভক্তদের। যেখানে দেখা যাচ্ছে নায়িকার পরনে কালো অফ শোল্ডার টপ ও চোখে সানগ্লাস। তবে তার লুকের চেয়ে নেটিজনদের নজর পড়েছে ট্যাটুর ওপর।
নুসরাত জাহানের বুকের বাঁ দিকে দেখা যাচ্ছে ‘ভিক্টরি’ লেখা ট্যাটু। ক্যাপশনে লিখেছেন, ‘শক্তিশালী নারীরা স্রোতের বিপরীতে চলেন।’ ছবির নীচে ভক্তদের প্রশংসিত মন্তব্যের ঝড় উঠেছে।
বিজ্ঞাপন
কয়েকদিন ধরে বিভিন্ন খবরে শিরোনামে রয়েছেন নুসরাত জাহান। সম্প্রতি স্বামী নিখিল জৈনের সঙ্গে বিবাহবিচ্ছেদের গুঞ্জন নিয়ে সামনে এসেছিলেন তিনি। তবে বিষয়টি পুরোপুরি উড়িয়ে দিয়েছিলেন এই নায়িকা।
খবর প্রকাশ পেয়েছিল নুসরাতকে বিবাহবিচ্ছেদের নোটিস পাঠিয়েছিলেন নিখিল। এমনকী, তাঁর ক্রেডিট কার্ডও রয়েছে নুসরতের কাছে। নুসরত এ প্রসঙ্গে জানিয়েছিলেন কোনও নোটিস পাননি তিনি। আর ক্রেডিট কার্ড ব্যবহারের তথ্যও ভুয়ো বলেও দাবি করেন।
বিজ্ঞাপন
নিখিল জৈনের সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্ট থেকে নুসরাতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের খবরের সূত্রপাত। অন্যদিকে গুঞ্জন রটেছে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে প্রেম করছেন এই নায়িকা। তবে এখন পর্যন্ত এ নিয়ে মুখ খুলেননি তিনি।
উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসর বসিরহাট লোকসভা কেন্দ্রের বসিরহাট সংসদ সদস্য নুসরাত জাহান। সামনে নির্বাচনকে ঘিরে এই সময়ে ব্যস্ত চলছে তার। পাশাপাশি সিনেমার শুটিংও করছেন নিয়মিত।
এমআরএম