‘জেকে ১৯৭১’ সিনেমার সংবাদ সম্মেলনে ফাখরুল আরেফীন খান

ঢালিউডে আবারও দেখা যাবে সব্যসাচী চক্রবর্তীকে। ‘জেকে ১৯৭১’ শিরোনামে সিনেমাটি নির্মাণ করবেন ফাখরুল আরেফীন খান। যার পরিচালনায় ‘গণ্ডি’তে দেখা গিয়েছিল কলকাতার এই কিংবদন্তি অভিনেতাকে। 

‘জেকে ১৯৭১’ নির্মিত হবে সত্য ঘটনা অবলম্বনে। এর চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা। ১৯৭১ সালের ৩ ডিসেম্বর পাকিস্তানের যাত্রীসহ বিমান ছিনতাই করেছিলেন ফ্রান্সের তরুণ জ্যা কুয়ে। এর পেছনে কারণ ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এটি ঘটেছিল প্যারিসের আর্লি বিমানবন্দরে।

‘জেকে ১৯৭১’ সিনেমার পোস্টার

৯ মার্চ (মঙ্গলবার) রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির প্রসঙ্গ গণমাধ্যমে জানানো হয়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘জেকে ১৯৭১’ নির্মাণ হচ্ছে বলে জানা যায়। কলকাতার দুর্গাপুরে এপ্রিল থেকে শুটিং শুরু হবে। বিমান ছিনতাইয়ের দিন মুক্তি পাবে এটি।

‘জেকে ১৯৭১’-এর জ্যা কুয়ে চরিত্রে অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় অভিনেতা শুভ্র সৌরভ দাশ। আর সব্যসাচী চক্রবর্তীকে দেখা যাবে বিমানের পাইলট হিসেবে।

ফাখরুল আরেফীন খান সিনেমাটি সম্পর্কে বলেন, ‘জ্যা কুয়ে কীভাবে কোন ভাবনা থেকে বিমানটি ছিনতাই করলেন। বিমানের ভেতরের ঘটনা কী ছিল। সেই বিষয়টি আমরা পর্দায় তুলে আনতে চাই। আমাদের গড়াই ফিল্মসের এটি প্রথম আন্তর্জাতিক কাজ। ইংরেজি ভাষায় নির্মাণ হবে সিনেমাটি। তবে বাংলায় সাবটাইটেল থাকবে।’

‘জেকে ১৯৭১’ সিনেমার সংবাদ সম্মেলনে অতিথিরা

৩৬টি চরিত্র রয়েছে পুরো সিনেমায়। যেখানে বেশিরভাগ অভিনেতা থাকবে কলকাতার। এর কারণ হিসেবে পরিচালক জানান, যেহেতু সিনেমার চরিত্রগুলো পাকিস্তান ও ফ্রান্সের। তাই ভাষা ও শারীরিক গঠনের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

‘জেকে ১৯৭১’ সিনেমায় একটি গান থাকবে। ইংরেজি ভাষায় গানটি লিখেছেন ও কণ্ঠ দিয়েছেন সোলস ব্যান্ডের নাসিম আলী খান। সংগীত পরিচালনা করেছেন পার্থ বড়ুয়া।

এমআরএম/এমএমজে