খবরটা শোনার পর থেকে হাত-পা কাঁপছে: বিউটি
নাসরিন আক্তার বিউটি
আজ শনিবার (১৩ মার্চ) ভোর ৫টার দিকে শোয়ের উদ্দেশে কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রামের মিরসরাই এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দেশের স্বনামধন্য দুই মিউজিশিয়ান হানিফ আহমেদ (প্যাড ও পার্কাসন বাদক) এবং পার্থ গুহ (প্যাড বাদক)।
এ সময় মারাত্মক আহত হয়েছেন মাইক্রোবাসটিতে থাকা তরুণ গায়িকা বিউটি খান। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় আছেন এই কণ্ঠশিল্পী।
বিজ্ঞাপন
কিন্তু তরুণ বিউটি খানের ঘটনাটিকে কেউ কেউ মিলিয়ে ফেলেন ২০০৫ সালের ক্লোজআপ ওয়ান থেকে উঠে আসা গায়িকা নাসরিন আক্তার বিউটির সঙ্গে। দুর্ঘটনার বিষয়টি শোনার পর থেকে অনেকেই বিউটিকে ফোন করেছেন, জানতে চেয়েছেন তার সর্বশেষ অবস্থা!
বিষয়টি জানিয়ে ‘ঢাকা পোস্ট’কে নাসরিন আক্তার বিউটি বলেন, ‘ওই শোটা আমার ছিল না। সেটা ছিল বিউটি খান নামে নতুন একজন গায়িকার।’
বিজ্ঞাপন
বিউটি আরও বলেন, ‘হানিফ ভাই আর পার্থ দার মৃত্যুর খবর শোনার পর থেকে আমার হাত-পা কাঁপছে। আমি অসুস্থ হয়ে যাচ্ছি। গ্ল্যামার, প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমরা কত কিছুই না করি। কিন্তু মানুষের জীবনে এক সেকেন্ডেরও ভরসা নেই। এই ঘটনায় আমি খুব ভেঙে পড়েছি।’
আরআইজে