লাক্স তারকা মিম মানতাসা বিয়ে করেছেন। তবে সেটি মিডিয়ার কাছে গোপনই করেছেন তিনি! একাধিক সূত্র তার বিয়ের খবরটি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, শুক্রবার (১২ মার্চ) রাতে রাজধানীর সিক্স সিজন হোটেলে বেশ ঘটা করেই তার আকদ-এর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় মূলত মিমের পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন। মিডিয়ার তেমন কেউই ছিলেন না।

আরও জানা যায়, এই লাক্স সুপারস্টার বিজয়ীর বর পেশায় একজন শিক্ষক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

লাক্স সুপারস্টার হিসেবে ২০১৮ সালে মুকুট জয়ের পর মডেলিংয়ের পাশাপাশি নাটকেও নিয়মিত অভিনয় করছেন মিম মানতাসা। বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে পড়ছেন তিনি। গত বছর বন্ধন বিশ্বাসের ওয়েব সিরিজ ‘জাল’-এ অভিনয় করেন এই অভিনেত্রী।

আরআইজে/এমএমজে