নতুন সিনেমার শুটিংয়ে পরীমনি
ঢাকাই সিনেমার এই সময়ের ব্যস্ত চিত্রনায়িকা পরীমনি। একের পর এক নতুন সিনেমা নিয়ে ব্যস্ত তিনি। পরীমনি এখন ব্যস্ত নতুন সিনেমা ‘স্ফুলিঙ্গ’-এর শুটিং নিয়ে। সিনেমাটি পরিচালনা করছেন তৌকির আহমেদ। তার শুটিং হাউজ নক্ষত্রবাড়িতে শুরু হয়েছে দৃশ্যধারণের কাজ।
প্রথমবার তৌকির আহমেদের পরিচালনায় কাজ করছেন পরীমনি। সম্প্রতি মহরত অনুষ্ঠানের মাধ্যমে সিনেমার ঘোষণা দেন তৌকির। সেখানে উপস্থিত ছিলেন সিনেমার কলাকুশলিরা।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে পরীমনি বলেন, ‘তৌকির ভাইয়ের সঙ্গে কাজ করাটা আমার জন্য আনন্দের। আমার ক্যারিয়ারের জন্য একটি বড় সুযোগ এটি। অনেক গুণী শিল্পীরা এখানে কাজ করছেন। অনেককিছু শিখতে পারবো। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে।’
সিনেমাটিতে আরো অভিনয় করছেন আবুল হায়াত, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, রওনক হাসান, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, শহীদুল আলম সাচ্চুসহ অনেকে।
বিজ্ঞাপন
একদল তরুণ ব্যান্ড সংগীত চর্চা নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিনেমাটি নির্মিত হচ্ছে। তাই মুক্তিযুদ্ধের আবহে নির্মিত হচ্ছে এই সিনেমা। এতে সংগীত পরিচালনা করছেন পিন্টু ঘোষ। আগামী বছর মার্চে মুক্তি পাবে বলে জানা যায়।
প্রসঙ্গত, চলতি বছর মুক্তি পায় পরীমনির ‘বিশ্বসুন্দরী’ সিনেমা। এটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এরইমধ্যে নতুন সিনেমায় ব্যস্ত হয়ে পড়লেন তিনি।