আহত দুই মিউজিশিয়ান ঢাকা কমিউনিটি হাসপাতালে ভর্তি
মিউজিশিয়ান পাপ্পু ও নন্দন
শনিবার (১৩ মার্চ) ভোরে শোয়ের উদ্দেশ্যে কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রামের মিরসরাই এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মারা যান দেশের স্বনামধন্য দুই মিউজিশিয়ান হানিফ আহমেদ (প্যাড ও পার্কাসন বাদক) ও পার্থ গুহ (প্যাড বাদক)।
দুর্ঘটনায় আহত হন ওই মাইক্রোবাসে থাকা তরুণ সংগীতশিল্পী বিউটি খান, কিবোর্ড বাদক নন্দন, গিটার বাদক পাপ্পু, বেজ গিটার বাদক রাহাত ও নিহত হানিফের সহকারী তৌহিদ। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিউটি। অবস্থা একটু ভালো থাকায় তৌহিদ রয়েছেন নিহত হানিফের বড় ভাই মানিকের বাসায়। রাহাতও বর্তমানে সুস্থ আছেন।
বিজ্ঞাপন
এছাড়া দুর্ঘটনায় আহত অপর দুই মিউজিশিয়ান নন্দন (কিবোর্ড বাদক) ও পাপ্পুকে (গিটার বাদক) রাত ১টার দিকে মগবাজারে অবস্থিত ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও ডেন্টাল ইউনিটে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ২০০৮ সালের ক্লোজআপ ওয়ান খ্যাত গায়ক অপু আমান। তিনিসহ আরও কয়েকজন মিউজিশিয়ান তাদের হাসপাতালে ভর্তি করান।
জানা যায়, দুর্ঘটনার পরপরই নন্দন ও পাপ্পুকে মিরসরাই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও সেখানে তাদের ভালো চিকিৎসা হয়নি। দুজনেরই শরীরেই কাচসহ ময়লা লেগে ছিল। ফলে ঢাকায় ফিরিয়ে এনেই তাদের কমিউনিটি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে শুরুতে ড্রেসিং করা হয়। পরে কেবিনে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই চলছে তাদের চিকিৎসা। তবে ডাক্তার জানিয়েছেন তারা এখন আশঙ্কামুক্ত।
বিজ্ঞাপন
আরআইজে/এমএমজে