দেশের নন্দিত অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাকে জরুরি ভিত্তিতে আইসিইউতে নেওয়া হয়েছে।

শনিবার (১৩ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অভিনেতার ভাতিজি অভিনেত্রী-সঞ্চালক আসমা পাঠান রুম্পা।

তিনি জানান, গত ৪ মার্চ থেকেই সিঙ্গাপুরে রয়েছেন ফারুক। নিয়মিত চেকআপের জন্যই তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন। সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু আজ শনিবার (১৩ মার্চ) সকালে ঘুম থেকে উঠছিলেন না। অবস্থার অবনতি দেখে তাকে দ্রুত আইসিইউতে নেওয়া হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসকের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন।

তিনি আরও জানান, ফারুকের সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না। এমনকি ফোনেও তার কথা বলা নিষেধ।

এর আগেও বেশ কয়েকবার অসুস্থ হয়েছিলেন ঢাকাই সিনেমার কিংবদন্তি এই অভিনেতা। করোনাকালের প্রায় পুরোটা জুড়েই শরীরের নানা জটিলতার মধ্যে কেটেছে তার। করোনায়ও আক্রান্ত হয়েছিলেন এই বর্ষীয়ান অভিনেতা ও প্রযোজক।

১৯৪৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন ফারুক। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’তে অভিনয়ের মাধ্যমে ঢাকাই সিনেমায় তার অভিষেক। এরপর অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। বর্তমানে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আরআইজে/এমএমজে