আজ রোববার (১৪ মার্চ) ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়ার জন্মদিন। আর বিশেষ এই দিনে মিডিয়ার বন্ধু, সহকর্মী ও শুভাকাঙক্ষীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এই তারকা। রাত ১২টা থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন অনেকে।

তার আগে শনিবার (১৩ মার্চ) রাতে পরিবার ও ঘনিষ্ঠজনদের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করেন ফারিয়া। তার ফেসবুক পেজে পোস্ট করা ছবিতে দেখা যায় এ সময় তার পরিবারের সঙ্গে  সস্ত্রীক ছিলেন অভিনেতা সিয়াম আহমেদ ও অভিনেত্রী রুনা খান।

মূলত বিজ্ঞাপনচিত্রে কাজে করার মাধ্যমে শোবিজে অভিষেক ঘটে শবনম ফারিয়ার। ২০১৩ সালে আদনান আল রাজীবের ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি।

এ পর্যন্ত তিনি উপহার দিয়েছেন বেশ কিছু দর্শকপ্রিয় খণ্ড ও ধারাবাহিক নাটক। তার অভিনীত খণ্ড নাটকের মধ্যে উল্লেখযোগ্য- ‘কালো বরফ’, ‘মাকে আমার পরে না মনে’, ‘বুক ভরা ভালোবাসা’, ‘তবু ভালোবাসি তোমায়’, ‘মাছ পাখি ও তুমি’ ইত্যাদি। ধারাবাহিকের মধ্যে রয়েছে- ‘সোনার সেকল’, ‘দোস্ত দুশমন’, ‘ফ্যামিলি ক্রাইসিস’, ‘বকুলপুর’, ‘শান্তিপুরীতে অশান্তি’ ইত্যাদি।

২০১৮ সালে বড় পর্দায় অভিষেক হয় ফারিয়ার। ‘দেবী’ নামের সেই সিনেমায় নিলু চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেন তিনি। এরপর আর কোনো সিনেমায় দেখা যায়নি তাকে।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে ফারিয়া পারিবারিকভাবে বিয়ে বন্ধনে আবদ্ধ হন দীর্ঘদিনের বন্ধু হারুন অর রশীদ অপুর সঙ্গে। তবে তাদের সেই সংসার বেশিদিন টেকেনি। গত বছরের নভেম্বরে বিচ্ছেদ হয়ে যায় তাদের। এরপর থেকে নিজের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন ফারিয়া।

আরআইজে