গানের দৃশ্যে মেহজাবীন ও জোভান

মাত্র ২৪ দি‌নে কোটিপতি বনে গেছেন অভিনয়শিল্পী মেহজাবীন চৌধুরী ও ফারহান আহমেদ জোভান জুটি! মূলত ভালোবাসা দিবসে প্রকাশিত ‘বেস্ট ফ্রেন্ড ৩’ নাটকের গান ‘অভিমান’-এর মাধ্যমে তাদের এই কোটিপতি হওয়া।

গত ১৮ ফেব্রুয়ারি দেশের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় গানটির ভিডিও। যেটি আজ সোমবার (১৫ মার্চ) ১০ মিলিয়ন ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। নিজের কথা ও সুরে গানটি গেয়েছিলেন তানভীর ইভান। সংগীতায়োজনে ছিলেন পিরান খান। নির্মাতা প্রবীর রায় চৌধুরী।

১০ মিলিয়নের পোস্টার

গান বাজারের মন্দার মধ্যেও ‘অভিমান’-এর সাফল্যে উচ্ছ্বসিত এর প্রযোজক সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল। তিনি বলেন, ‘নাটকটি প্রকাশের পর থেকেই আমরা গানটির জন্য সাড়া পাচ্ছিলাম। পরে আলাদাভাবে গানটি প্রকাশ করি। এত দ্রুত সময়ে গানটি কোটি ভিউয়ার পাওয়ায় খুব ভালো লাগছে। এর সঙ্গে জড়িত সবাইকে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ফেসবুক, টিকটক ও ইউটিউবে ভাইরাল হওয়া‌তে গানটির এই সাফল্য। বাংলা গানের প্রতি সবার এই ভালোবাসা এবং অনুপ্রেরণা আমাদের সবসময় কাম্য।’

আরআইজে/এমএমজে