শেলু বড়ুয়া

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ বেতার ট্রান্সক্রিপশন সার্ভিসের প্রযোজনায় প্রকাশিত হয়েছে বিশেষ অডিও অ্যালবাম ‘শতবর্ষে পিতা’। সম্প্রতি অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।  

এর এই অ্যালবামে একটি গানে কণ্ঠ দিয়েছেন শেলু বড়ুয়া। গানটির শিরোনাম ‘বিশ্বসভায় দাঁড়ালে তুমি মাথা উঁচু করে’। ফেরদৌস হোসেন ভুঁইয়ার কথায় গানটির সুর করেছেন শেলু বড়ুয়া নিজেই। বঙ্গবন্ধু আদর্শকে তুলে ধরা হয়েছে এই এতে।

শেলু বড়ুয়া

বঙ্গবন্ধুর জীবন, কর্ম, আদর্শ এবং তার অবিস্মরণীয় অবদানকে তুলে ধরা হয়েছে এই অ্যালবামে।  বাংলাদেশের বরেণ্য শিল্পী, সুরকার, গীতিকারদের মোট ৩৫টি গান স্থান পেয়েছে এতে।

অ্যালবামে মো. রফিকুল আলম, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার, অনিমা মুক্তি গোমেজ, খায়রুল আনাম শাকিল, শুভ্র দেবসহ সুরকার শেখ সাদী খান, গীতিকার শাফাত খৈয়াম প্রমুখ কাজ করেছেন।            

আরআইজে