এবার ‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজন করবে ভারত
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর পুনঃমঞ্চায়নের আয়োজন করবে ভারত। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জনগনকে সাহায্য করতে এই কনসার্ট অনুষ্ঠিত হয়েছিল। যার উদ্যোক্তা ছিলেন ‘বিটলস’ ব্যান্ডের জর্জ হ্যারিসন ও উপমহাদেশের সংগীতগুরু রবি শংকর।
এবার পুনঃমঞ্চায়নের উদ্যোগ নিয়েছেন পণ্ডিত রবি শংকরের মেয়ে আনুশকা শংকর। তার সঙ্গে রয়েছেন জর্জ হ্যারিসনের ছেলে ধ্যানি হ্যারিসন। পৃষ্ঠপোষকতা করবে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর)।
বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা যায়, ২৬ ও ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকায় সফরের সময়ে কনসার্টের তারিখ ঘোষণা করা হবে।
১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ‘কনসার্ট ফর বাংলাদেশে’ আয়োজিত হয়েছিল। সেখানে উন্মুক্ত হয়েছিল জর্জ হ্যারিসনের ‘বাংলাদেশ’ শিরোনামে গানটি। তার কণ্ঠের সেই গান দিয়ে বাংলাদেশের নাম পৌঁছে যায় পৃথিবীর বহু মানুষের কাছে।
বিজ্ঞাপন
কনসার্টের অন্যতম আকর্ষণ ছিল প্রতিবাদী মার্কিন গায়ক সঙ্গীতশিল্পী বব ডিলান। পারফর্ম করেন জর্জ হ্যারিসন, ব্যাস লিওন রাসেল ও রিঙ্গো স্টার, এরিক ক্ল্যাপটন, বিলি প্রেস্টন, ডন প্রেস্টনসহ অনেকেই।
এছাড়া মঞ্চে ছিলেন পণ্ডিত রবিশঙ্কর। তার সঙ্গে ছিলেন ওস্তাদ আলী আকবর খান। তবলায় সহযোগিতা করেছিলেন বিখ্যাত আল্লারাখা এবং তানপুরায় ছিলেন কমলা চক্রবর্তী।
কনসার্ট ফর বাংলাদেশ’ থেকে সংগৃহীত হয়েছিল ২,৫০,০০০ ডলার। সেই অর্থ বাংলাদেশের শরণার্থীদের জন্য ব্যয় করা হয়।
এমআরএম