নার্সারির ছড়ার ব্যবহার, সালমানের ওপর বিরক্ত শিশু কল্যাণ সংগঠন
বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারছে না সালমানের ছবি 'কিসা কা ভাই কিসি কি জান'। এখনও পর্যন্ত এই ছবির ঝুলিতে ৮৪.৪৬ কোটি টাকা। হিসেব বলছে, এই ছবি একশে কোটির ক্লাবে ঢুকতে এই সপ্তাহ লাগবে। এত কিছুর মাঝখানে সালমানের এই ছবির একটি গান ‘লেস্ট ডান্স ছোটু মোটু’ নিয়ে বিরক্ত প্রকাশ করল ভারতের একটি শিশু কল্যাণ সংগঠন। আর্লি চাইল্ডহুড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের ওয়েবসাইটে এই নিয়ে এক বিবৃতিও প্রকাশ করা হয়েছে।
সংস্থাটির পক্ষ থেকে প্রকাশ করা বিবৃতিতে লেখা হয়েছে, ‘হামটি ডামটি’, ‘মেরি হ্যাড আ লিটল ল্যাম্বে’র মতো বেশ কিছু ছড়া ধীরে ধীরে বাতিল করছে বিভিন্ন নার্সারি স্কুল। কারণ এগুলো থেকে কিছু শিখছে না শিশুরা। ‘লেটস ডান্স ছোট মোটু’ও এরকম এক ধরনের ছড়া, যা কি না বলিউডের ছবিতে ব্যবহার হলে শিশুদের কানে পৌঁছতে পারে। কারণ শিশুদের মধ্যে সালমানের প্রতি ভালোবাসা রয়েছে। তাই এই ধরনের ছড়া গানে না ব্যবহার করাই ভালো। অন্তত শিশুদের বেড়ে ওঠার জন্য এগুলো ব্যবহার করা উচিত নয়।
বিজ্ঞাপন
দক্ষিণী সুপারস্টার অজিত অভিনীত তামিল ছবি ‘বীরম’-এর অনুপ্রেরণায় তৈরি সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি। সালমানের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন ফারহাদ শামজি। চিত্রনাট্য লিখেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। ছবিতে সালমানের পাশাপাশি অভিনয় করেছেন দক্ষিণী তারকা ভেঙ্কটেশ, পূজা হেগড়ে, ভূমিকা চাওলা, জগপতিবাবু। এছাড়াও রয়েছেন জসসি গিল, শেহনাজ গিল, রাঘব জুয়েল, সিদ্ধার্থ নিগম, পলক তিওয়ারি।
সূত্র : সংবাদ প্রতিদিন
বিজ্ঞাপন
জেডএস