বুক চিন চিনের পর এবার তাদের সুন্দরী
আভরাল সাহির ও জাহেদ পারভেজ পাবেল
জাহেদ পারভেজ পাবেল ও আভরাল সাহির চট্টগ্রামের দুই তরুণ তুর্কী। ছয় বছর ধরে একসঙ্গে গান করছেন তারা। আভরাল সাহিরের সুর-সংগীতে এর আগে পাঁচটি গানে কণ্ঠ দিয়েছিলেন পাবেল। তবে ছয় নম্বরে এসে ব্যাপক সাফল্য পান দুজন।
আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী অভিনীত ‘শিল্পী’ নাটকে পাবেল-সাহিরের করা ‘বুক চিন চিন করছে’ এখন সারাদেশে শোনা যাচ্ছে। বিশেষ করে বিভিন্ন স্টেজ বা অনুষ্ঠান জমিয়ে তুলতে ভূমিকা রাখছে গানটি। এন্ড্রু কিশোর ও ডলি সায়ন্তনীর গাওয়া সিনেমার এই গানটিতে মহিদুল মহিমের নাটকে নতুন সংগীতায়োজন করেছিলেন আভরাল। সেখানে মেয়েদের মতো কণ্ঠ করে গানটি গেয়েই বাজিমাত করেছেনে পাবেল।
বিজ্ঞাপন
ইউটিউবে প্রকাশিত গানটির ভিডিও প্রথম দুই মাসেই পেয়েছে ২ কোটির কাছাকাছি ভিউয়ার! সে গানের রেশ থাকতে থাকতেই এবার একটি মৌলিক গান নিয়ে আসছেন এই জুটি। তাদের এবারের গানের শিরোনাম ‘সুন্দরী’। সুর-সংগীতায়োজনের পাশাপাশি এটির কথাও লিখেছেন আভরাল। আর গানটিতে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন পাবেল ও আভরাল। কিছুদিনের মধ্যে ভিডিও আকারে গানটি প্রকাশ করবেন তারা।
‘সুন্দরী’ প্রসঙ্গে পাবেল বলেন, “বুক চিন চিন গানটির জন্য মানুষের অনেক ভালোবাসা পাচ্ছি। যেখানেই যাচ্ছি গানটি শুনছি। এই ভালোলাগার কথা মুখে বলে প্রকাশ করা যাবে না। তবে আমাদের মনে হয়েছে এই সময়টাতে একটা মৌলিক গান প্রকাশ করলে ভালো রেসপন্স আসতে পারে। তাই এই ‘সুন্দরী’ নিয়ে আসছি। এবার আমার সঙ্গে আভরালও গেয়েছে। তাই বৈচিত্র পাবেন শ্রোতারা।’
বিজ্ঞাপন
আভরাল সাহির বলেন, ‘মৌলিক গান হিট করানোর মধ্যে অনেক বেশি আনন্দ থাকে। সেই লক্ষ্যেই এবার আমরা কাজ করছি। আমরা আমাদের সেরা চেষ্টাটাই করব। অডিওর পাশাপাশি গানটির ভিডিওতেও চমক থাকবে। আশা করি সবার পছন্দ হবে।’
এর আগে ২০১৫ সালে নিজের প্রথম একক ‘পাবেল’-এ আভরাল সাহিরের সুর-সংগীতায়োজনে ‘তুই ছাড়া’ এবং ‘তোমার আমার প্রেম’ (বৃষ্টির মুৎসুদ্দির সঙ্গে দ্বৈত) শিরোনামে দুটি গানে কণ্ঠ দেন পাবেল। শিরিনের সঙ্গে করেন ‘পিরিতির নেশা’। এছাড়া 'আনোয়ার দ্য প্রোডাকশন বয়' নাটকে ‘শেষ চাওয়া’ এবং ‘মিস্টার পরিবর্তনশীল' নাটকে ‘প্রথম দেখা’ শিরোনামের গান উপহার দেন পাবেল-সাহির জুটি।
আরআইজে