সিনেমায় হিমু হলেন কায়েস আরজু
হুমায়ূন আহমেদের সৃষ্ট জনপ্রিয় চরিত্র হিমু ও মিসির আলি। এরমধ্যে মিসির আলি চরিত্রটি নিয়ে হয়েছে নাটক, দেখা গেছে সিনেমায়ও। এবার হিমু চরিত্রটিকে দেখা যাবে সিনেমায়।
রুপালি পর্দায় হিমু হয়ে আসছেন ঢাকাই সিনেমার পরিচিত নায়ক কায়েস আরজু। ‘হিমুর বসন্ত’ নামের সিনেমাটি নির্মাণ করছেন মির্জা সাখাওয়াৎ হোসেন। কাহিনি এব সংলাপও লিখেছেন নির্মাতা।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৩ মার্চ) থেকে রাজধানীর প্রিয়াঙ্কা শুটিং স্পটে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এতে আরও অভিনয় করছেন রোমানা নীড়, খলিলুর রহমান কাদেরী, আনোয়ার সিরাজী প্রমুখ। এটি নির্মিত হচ্ছে শাপলা মিডিয়ার ব্যানারে।
বিজ্ঞাপন
২০০৭ সালে হাছিবুল ইসলাম ইসলাম মিজানের ‘তুমি আছো হৃদয়ে’ ছবি দিয়ে সিনেমায় অভিষেক কায়েস আরজুর। গেলো ১৪ বছরে মাত্র ৯টি সিনেমা করেছেন চট্টগ্রামের এই নায়ক। সর্বশেষ ২০১৯ সালে মুক্তি পায় কায়েসের ষষ্ঠ সিনেমা ‘আমার প্রেম আমার প্রিয়া’। এতে তার নায়িকা ছিলেন পরীমনি। পরিচালনা করেন শামীমুল ইসলাম শামীম।
ডা. জাফর আল মামুনের পরিচালনায় ‘এক পসলা বৃষ্টি’ নামে আরেকটি সিনেমায়ও কাজ করছেন কায়েস। এতে তার বিপরীতে আছেন আঁচল। চলতি বছরই সিনেমা দুটি মুক্তি পাওয়ার কথা।
আরআইজে