সারা বছর নতুন গান ও অ্যালবাম প্রকাশ নিয়ে ব্যস্ত দক্ষিণ কোরিয়ার ব্যান্ড ‘বিটিএস’। ২৫ মার্চ (বৃহস্পতিবার) জানা যায়, ১৬ জুন প্রকাশ পাচ্ছে তাদের পরবর্তী অ্যালবাম। এতে থাকবে ২৩টি জাপানি গান। 

কোরিয়ানের পাশাপাশি জাপানি গানেও জনপ্রিয় ‘বিটিএস’। গত বছর তাদের সবচেয়ে ব্যবসা সফল অ্যালবাম ‘ম্যাপ অব দ্য সোল: ৭’ সাজানো হয়েছিল জাপানি গান দিয়ে। এর আগেও ৩টি অ্যালবাম জাপান থেকে প্রকাশ পেয়েছিল। সবগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়।

‘বিটিএস’-এর জাপানি অ্যালবামের নাম ‘দ্য বেস্ট’। নতুন গানের পাশাপাশি এতে ব্যান্ডের জনপ্রিয় কয়েকটি গান জাপানি সংস্করণ যোগ করা হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে ‘আইডল’, ‘মাইক ড্রপ’, ‘বয় উইখ লাভ’, ‘মেক ইট রাইট’।

বিটিএস

এছাড়াও কয়েকটি জনপ্রিয় অরিজিনাল গানও প্রকাশ পাবে ‘দ্য বেস্ট’ অ্যালমামে। সেই তালিকায় রয়েছে ‘স্টে গোল্ড’, ‘লাইটস’। এছাড়া বোনাস ট্র্যাক হিসেবে থাকবে ‘ডিনামাইট’।

‘দ্য বেস্ট’ জুন মাসে মুক্তি পেলেও এর প্রথম গান ‘ফিল্ম আউট’ প্রকাশ পাবে ২ এপ্রিল। এই গানে ‘বিটিএস’কে সহযোগিতা করেছে জাপানের জনপ্রিয় ব্যান্ড ‘ব্যাক নাম্বার’।

উল্লেখ্য, ২০২০ সালে ‘ম্যাপ অব দ্য সোল: ৭’ ও ‘বি’ শিরোনামে দুটি জনপ্রিয় অ্যালবাম প্রকাশ করেছে ‘বিটিএস’। যেগুলো স্থান পেয়েছে সর্বোচ্চ অ্যালবাম বিক্রির তালিকায়। 

এমআরএম