১৯৯১ সালে অ্যাকশন হিরো হিসেবে যাত্রা শুরু করেছিলেন অক্ষয় ‍কুমার। ২০০০ সালে অনেকটা নিজের ট্র্যাক বদলে অ্যাকশন থেকে চলে আসেন কমেডিতে। প্রথম হিটের মুখ দেখেন পরপর ১৬টি ফ্লপের পর। সেই অক্ষয় এখন বলিউডে টানা সুপার হিট সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন।

সিনেমার প্রয়োজনে কখনো প্রেমিক, কখনো পুলিশ অফিসার কখনো বা অন্য কোনো রূপে হাজির হয়ে থাকেন তিনি। বলিউডের এই সুপারস্টার এবার বড় পর্দায় আসছেন যাদুকর হয়ে।

শনিবার (২৭ মার্চ) অক্ষয়ের নতুন সিনেমা ‘অতরঙ্গি রে’র লুক প্রকাশ পেয়েছে সামাজিক মাধ্যমে। আনন্দ এল রাই পরিচালিত সিনেমায় যাদুকরের পোশাকে দেখা যাচ্ছে ‘খিলাড়ি’খ্যাত তারকাকে। যার হাতে রয়েছে কিং কার্ড!

ছবির ক্যাপশনে অভিনেতা জানান, শনিবারই সিনেমাটির শুটিং শেষ হয়েছে। তা স্মরণীয় করে রাখতেই ভক্তদের জন্য ছবিটি প্রকাশ করেছেন।

গত ডিসেম্বরে একই সিনেমার জন্য মুঘল সম্রাট শাহজাহান সেজেছিলেন অক্ষয়। রোম্যান্টিক গল্পের এই সিনেমায় অক্ষয়ের নায়িকা সারা আলী খান। যিনি অভিনয় করবেন দ্বৈত চরিত্রে। একটি বিশেষ চরিত্রে রয়েছেন দক্ষিণী অভিনেতা ধানুশ। আগামী ৬ আগস্ট সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।

অক্ষয় কুমারের জন্ম ১৯৬৭ সালের ৯ সেপ্টেম্বর পাঞ্জাবের অমৃতসরে। তায়কোয়ান্দোতে ব্ল্যাক বেল্ট পাওয়ার পর তিনি মার্শাল আর্ট শেখার জন্য উড়াল দেন ব্যাংকক। উদ্দেশ্য, সেখানকার বিশেষ ধরনের আত্মরক্ষার কৌশল ‘মুই থাই’ শেখা। তারপর জীবন জীবিকার প্রয়োজনে অনেক জায়গায় রেস্টুরেন্টের ওয়েটার হিসেবেও কাজ করেন। একই কাজ করেছেন ঢাকায়ও। সেই অক্ষয় এখন বলিউডের সুপারস্টার। তার সিনেমা মানেই বক্সঅফিসে বাজিমাত!

আরআইজে