মিতা হক, ছবি : মোহাম্মদ আসাদ

মরণব্যাধি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এরইমধ্যে দেশের শোবিজ অঙ্গনের অনেক তারকা প্রাণ হারিয়েছেন। এবার কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের নন্দিত রবীন্দ্র সংগীতশিল্পী মিতা হক। বুধবার (৩১ মার্চ) তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিতা হকের মেয়ে ফারহিন খান জয়িতা এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৫ মার্চ মিতা হকের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এ কয়েকদিন তিনি নিজ বাসাতেই আইসোলেশনে ছিলেন। বুধবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জয়িতা বলেন, ‘করোনাকাল শুরু হওয়ার পর থেকেই মা সব নিয়ম ও স্বাস্থ্যবিধি মেনে চলছিলেন। এতদিন নিরাপদেও ছিলেন। কিন্তু শেষ রক্ষা আর হলো না। বর্তমানে মায়ের শারীরিক অবস্থা আগের মতোই আছে।’

মেয়ে ফারহিন খান জয়িতার সঙ্গে মিতা হক, ছবি : মোহাম্মদ আসাদ

মিতা হক গত ৫ বছর ধরে কিডনি রোগেও ভূগছেন। নিয়মিত ডায়লাইসিস নিয়ে ভালোও ছিলেন তিনি। কিন্তু এবার করোনায় আক্রান্ত হয়ে মানসিক এবং শারীরিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়েছেন। তাই তাকে নিবিড় পরিচর্যার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

মিতা হকের জন্ম ১৯৬২ সালের সেপ্টেম্বরে ঢাকায়। তিনি প্রয়াত অভিনেতা খালেদ খানের স্ত্রী। তার চাচা দেশের সাংস্কৃতিক আন্দোলনের অগ্রপথিক ও রবীন্দ্র গবেষক ওয়াহিদুল হক। মেয়ে জয়িতাও রবীন্দ্র সংগীতশিল্পী।

১৯৯০ সালে বিউটি কর্নার থেকে প্রকাশিত হয় মিতা হকের প্রথম রবীন্দ্রসংগীতের অ্যালবাম ‘আমার মন মানে না’। সংগীতায়োজনে ছিলেন সুজেয় শ্যাম। এ পর্যন্ত সব মিলিয়ে প্রায় ২০০টি রবীন্দ্রসংগীতে কণ্ঠ দিয়েছেন তিনি। তার প্রায় বিশটি অ্যালবামের বেশির ভাগই এসেছে কলকাতা থেকে। ‘সুরতীর্থ’ নামে একটি গানের স্কুলও রয়েছে তার।

আরআইজে