প্রতিমাসে নতুন কনটেন্ট নিয়ে হাজির হয় অ্যামাজন প্রাইম। সেই ধারাবাহিকতায় ৩১ মার্চ এই ওটিটি প্ল্যাটফর্মে যুক্ত হলো ‘টেনেট’। ক্রিস্টোফার নোলান পরিচালিত অ্যাকশন ঘরানার সিনেমাটি ২০২০ সালের ১২ আগস্ট মুক্তি পায়। 

‘টেনেট’ মুক্তির পর থেকে বিশ্বব্যাপী ব্যাপক আলোচনা তৈরি করে। সিনেমার বাজেট ছিল ২ কোটি ডলার। যা বক্স অফিসে আয় করে ৩৬ কোটি ৩১ লাখ ডলার। এতে অভিনয়ে করেছেন এলিজাবেথ ডেবিকি, রবার্ট প্যাটিনসন, মিশেল ক্যাইনিকেনেথ, জন ড্যাভিড ওয়াশিংটনসহ অনেকে। 

এক কথায় বলতে গেলে ‌‘টেনেট’ সিনেমায় বিশ্বে টিকে থাকার লড়াইয়ের ব্যাপারে বলা হয়েছে। জন ড্যাভিড ওয়াশিংটন এই সিনেমায় একজন আন্তর্জাতিক গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেছেন। সাতটি দেশে এর শুটিং করা হয়েছে বলে জানা যায়। 

‘টেনেট’-এর পোস্টার

ইংরেজি ভাষার পাশাপাশি ‘টেনেট’ হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় প্রকাশ করা হয়েছে। যাতে ভারতীয় দর্শকরাও সিনেমাটি ভালোভাবে বুঝতে পারে। 

ক্রিস্টোফার নোলানের সিনেমা মানেই তুমুল আলোচনা। তার পরিচালিত অন্যান্য সিনেমাগুলো ‘ইনসেপশন’, ‘ইন্টারস্টলার’ ‘ব্যাটম্যান বিগিনস’, ‘দ্য ডার্ক নাইট’ ও ‘দ্য ডার্ক নাইট রাইজেস’। প্রতিটি সিনেমা বক্স অফিসে ব্যবসা সফল।

এইচএকে/এমআরএম