জিয়াউল ফারুক অপূর্ব

বৃহস্পতিবার (১ এপ্রিল) ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পেয়েছে শিহাব শাহীন পরিচালিত ‘যদি কিন্তু তবুও’। এই ওয়েব ফিল্মের মাধ্যমে প্রথমবারের মতো নুসরাত ফারিয়ার সঙ্গে জুটি বেঁধেছেন দেশের নাটক জগতের ‘বড় ছেলে’ জিয়াউল ফারুক অপূর্ব। সিনেমাটি নিয়ে ‘ঢাকা পোস্ট’-এর সঙ্গে কথা বলেছেন জনপ্রিয় এই অভিনেতা। লিখেছেন রবিউল ইসলাম জীবন

শুরুতেই অপূর্ব জানান সিনেমাটির সঙ্গে যুক্ত হওয়ার কথা, ‘শিহাব শাহীন ভাই একদিন বলল জি ফাইভের একটি ওয়েব ফিল্মের জন্য তোকে সিলেক্ট করা হলো। তুই রেডি থাকিস। আমার আর কিছু জানার দরকার হয়নি যেহেতু মানুষটা শিহাব শাহীন। পরে জানতে পারি এটি বাংলাদেশে জি ফাইভের প্রথম ওয়েব ফিল্ম। শুনে ভালোই লাগে। তবে বারবার এর শুটিং আটকে দিচ্ছিল করোনা।’

অপূর্ব

অপূর্ব বলেন, ‘সব কিছু রেডি হওয়ার পর যখন শুটিংয়ে যাব তখনি লকডাউন শুরু হয়ে গেল। এরপর চারমাস আমরা বসেছিলাম। প্রথম ওয়েব ফিল্ম, নুসরাত ফারিয়ার সঙ্গে প্রথমবার, দারুণ গল্প-সব কিছু মিলিয়ে শুটিংয়ের জন্য মুখিয়ে ছিলাম। কিন্তু যখন শুটিং শুরু হলো তখন আবার কেউ না কেউ করোনায় আক্রান্ত হচ্ছিল। একটা সময় এ নিয়ে আমরা মজাও করতাম। শুটিংয়ের ডেট পড়লেই বলতাম এবার কার (করোনা) হবে! বসে থাকার দুঃখ আর মজা মিলিয়ে মিশ্র একটা অনুভূতির মধ্যে সময়টা গেছে। তবে কাজটি সম্পন্ন হয়ে যাওয়ার পর প্রশান্তি লাগছে। এখন মানুষের প্রতিক্রিয়া শোনার অপেক্ষায় আছি।’

ফারিয়ার সঙ্গে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালেন। অভিজ্ঞতা কেমন? ‘আমি বলব একজন অসাধারণ কো-আর্টিস্টের সঙ্গে কাজ করলাম। ফারিয়া অনেক মনোযোগী একজন আর্টিস্ট। অসম্ভব ফ্রেন্ডলি, জলি মাইন্ডেড। একটা ফ্যামিলির মতো ছিলাম আমরা গোটা টিমটা। আমি অসুস্থ হয়ে গেলাম, শুটিং পেছাল। এভাবে অনেকবার পিছিয়েছে। কিন্তু সবার সহযোগিতার দিন শেষে ভালো একটা কাজ হয়েছে।’

‘যদি কিন্তু তবুও’র দৃশ্যে অপূর্বর সঙ্গে নুসরাত ফারিয়া

মানুষ কেনো দেখবে এই সিনেমা? এখানে বিশেষ কী আছে? এমন প্রশ্নের জবাবে অপূর্ব বললেন, ‘আলাদা করে আসলে বলা যাবে না। ভিন্ন ভিন্ন টেস্টের মানুষ আছেন। কেউ রুটি পছন্দ করে, কেউ ভাত, কেউ পান্তা ভাত চায়, কেউ কাচ্চি বিরানি আবার কেউ বা বাকরখানি খায়। সবার একই জিনিস ভালো লাগবে তা কিন্তু না। তবে সিনেমাটি মেজরিটি মানুষের ভালো লাগবে। এই সিনেমার মূল শক্তি গল্প। এক কথায়  গল্পটি চমৎকার। পরিবার নিয়ে দেখার মতো। তবে আমার কথার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে সাধারণ মানুষের মতামত।’

‘যদি কিন্তু তবুও’র পোস্টারে ট্যাগ লাইন হিসেবে ব্যবহার করা হয়েছে ‘বিগেস্ট উইডিং অব দ্য ইয়ার’। এর রহস্যও উন্মোচন করলেন অভিনেতা, ‘এটা করেছে জি ফাইভের মার্কেটিং টিম। পুরো সিনেমাটি একটা বিয়েকে কেন্দ্র করে। সেটাকে মাথায় রেখেই তারা লাইনটি দিয়েছে। জাকজকমপূর্ণ সেট, পরিকল্পনা, আর প্রফেশনাল যোগ্যতা সম্পন্ন লোকদের নিয়ে কাজটা এমনভাবে করা হয়েছে, আমার বিশ্বাস মানুষ দেখবে এবং উপভোগ করবে।’

অপূর্ব-নুসরাত ফারিয়া ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, ইমতু রাতিশ, নাজিবা বাশার প্রমুখ।

আরআইজে