করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আফসানা মিমি
করোনায় আক্রান্ত হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি। অবস্থার অবনতি হওয়ায় বহস্পতিবার (১ এপ্রিল) এই অভিনেত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তি করা হয়েছে। তার পারিবারিক ঘনিষ্টজন সাংবাদিক নজরুল সৈয়দ তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি আজ দুপুরে জানান, আফসানা মিমির শরীর খারাপ হওয়ায় গত সপ্তাহে তার করোনার পরীক্ষা করা হয়। রিপোর্টে ‘কোভিড-১৯’ পজিটিভ আসে। এরপর থেকে তিনি নিজ বাসাতেই আইসোলেটেড ছিলেন।
বিজ্ঞাপন
অভিনয় ও নির্মাণের পাশাপাশি বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদেও দায়িত্ব পালন করছেন আফসানা মিমি। তিন বছরের জন্য তাকে এই পদের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার।
বিজ্ঞাপন
আরআইজে