প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ রুদ্রনীলের
নির্বাচনী প্রচারনায় রুদ্রনীল ঘোষ
ভারতের পশ্চিমবঙ্গে চলছে নির্বাচনী হাওয়া। টলিউড তারকাদের বেশিরভাগই এবার বিজেপি ও তৃণমূলের প্রার্থী। তাই তারা এ নিয়ে তুমুল ব্যস্ত সময় কাটাচ্ছেন। নিয়মিত মাঠে প্রচারণায় দেখা যাচ্ছে তাদের।
বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। নির্বাচনী প্রচারণায় নেমে বাধার মুখে পড়েছেন তিনি। অভিনেতার অভিযোগ প্রচার করতে দেওয়া হচ্ছে না তাকে। এছাড়া তার কর্মীদের মারধর করা হচ্ছে। শুধু তাই নয়, মহিলা কর্মীদেরও হেনস্তা করার অভিযোগ তুলেছেন।
বিজ্ঞাপন
বিরোধী তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ জানিয়েছেন রুদ্রনীল। অভিনেতা আরও জানান, চেতলা থানায় একই অভিযোগ করেছিলেন তিনি। কিছুদিন আগে ভবানীপুরের কাছেও প্রচারে বাধা দেওয়া হয়েছিল তাকে। সেই ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
রুদ্রনীল জানান, তৃণমূলের বিরুদ্ধে মানুষ একজোট হতে চাইছেন। মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসে তাকে স্বাগত জানাচ্ছেন। আর এটাই নাকি মমতা বন্দোপাধ্যায়ের দলের সহ্য হচ্ছে না। এ কারণেই এমন ঘটনা ঘটছে।
বিজ্ঞাপন
এমন ঘটনার প্রতিকার চান বিজেপির এই তারকা প্রার্থী। প্রশাসন যদি উপযুক্ত ব্যবস্থা না নেয়, তাহলে ভবানীভবনের সামনে বসবেন বলেও হুঁশিয়ারি দেন।
উল্লেখ্য, ভবানীপুর কেন্দ্রটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাটি হিসেবেই পরিচিত। আর সেখানে বিজেপি প্রার্থী হয়ে নির্বাচনী প্রচারণায় নেমেছেন রুদ্রনীল। এ কারণে এত সমস্যায় তাকে পড়তে হচ্ছে বলে এই অভিনেতার অভিযোগ।
এমআরএম