‘ডন’, ‘ডন ২’ সিনেমার আকাশ চূড় সাফল্যের দীর্ঘ দিন পর বলি পাড়ায় আলোচনা তুঙ্গে ‘ডন ৩’ নিয়ে। সিনেমাটির নির্মাণকাজ শিগগিরই শুরু করতে যাচ্ছেন পরিচালক ফারহান আখতার। তবে নতুন খবর— বলিউড বাদশা শাহরুখ খান থাকছেন না ডন থ্রিতে। গুঞ্জন উঠেছে, শাহরুখ খান এ সিনেমার প্রস্তাবে রাজি না হওয়ায় নতুন ডন হচ্ছেন রণবীর সিং! খবর  আনন্দ বাজারের।

এদিকে বলিপাড়ায় আরও একটি গুঞ্জনের খবর দিয়েছে ভারতীয় প্রভাবশালী এই সংবাদ মাধ্যমটি। এতে বলা হয়, রণবীরের বিপরীতে দেখা যেতে পারে কিয়ারা আডবাণীকে। তবে নায়িকা নন, অন্য এক চরিত্রের জন্য নাকি প্রস্তাব গেছে তার কাছে।

অপরদিকে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজ়ির গুরুত্বপূর্ণ চরিত্র ছিল রোমা। ‘ডন’ ও ‘ডন ২’ সিনেমায় রোমার চরিত্রে দেখা গিয়েছিল প্রিয়ঙ্কা চোপড়াকে। ২০০৬ ডনে প্রথম একসঙ্গে কাজ করেন শাহরুখ-প্রিয়ঙ্কা। এরপর ২০১১ সালে ‘ডন ২’ সিনেমায় একই চরিত্রে ফেরেন তারা।

জানা গেছে, ‘ডন থ্রিতে রোমার চরিত্রে ভাবা হয়েছিল কিয়ারাকে। তবে সম্প্রতি খবর বেরিয়েছে, নতুন ‘ডন ৩’ ছবির নায়িকা হিসেবে নতুন করে ভাবা হচ্ছে।

মঙ্গলবার সামাজিক মাধ্যমে ‘নতুন যুগের সূচনা’-র আভাস দিয়ে একটি পোস্ট করেছেন নির্মাতা ফারহান। সেই পোস্ট থেকেই স্পষ্ট হয়, অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের পর এবার নতুন এক ‘ডন’কে পেতে যাচ্ছে দর্শকরা। 

পরদিন বুধবার নতুন ‘ডন’ রূপে প্রকাশ্যে আসে নতুন টিজ়ার। হাতে রিভলভার, চোখে কালো চশমা ও ঠোঁটে সিগারেট। যদিও টিজ়ার প্রকাশের পর রণবীরের এই লুক নিয়ে আলোচনা চরমে পৌঁছায়। ‘নোএসআরকেনোডন’ হ্যাশট্যাগের ঝ়ড় বয়ে যায়। শাহরুখকে ফিরিয়ে আনার দাবি তুলেন বাদশার ভক্তরা। তবে অনেকে রণবীরকে স্বাগত জানিয়েছেন।

এমএসএ