হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন ওপার বাংলার(ভারতের পশ্চিমবঙ্গ) বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। সর্দি, কাশি ,জ্বরে ভুগছেন তিনি। রক্তচাপও কিছুটা কমছে। শেষ খবর পাওয়া পর্যন্ত— কলকাতার লেক গার্ডেন্সে মেয়ের বাড়িতে রয়েছেন তিনি। যে কোনো সময় ভর্তি করা হতে পারে হাসপাতালে।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, দক্ষিণ কলকাতায় মৃণাল সেনের ১০০তম জন্মদিনের অনুষ্ঠানে স্মরণসভায় গিয়ে অসুস্থ হয়ে পড়েন মাধবী। শারীরিক অসুস্থতার কারণে একটি ছবির শ্যুটিংও বাতিল করেছেন। শারীরিক অবস্থার আরও অবনতি হলে ৮১-র অভিনেত্রীকে হাসপাতালেও ভর্তি করানো হতে পারে।

গত বছর জুলাই মাসে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন পর্দার ‘চারুলতা’। হাসপাতালে ভর্তি করানো হয় বর্ষীয়ান অভিনেত্রীকে। সেসময় সেলুলাইটিসের কারণে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। 

ফের অভিনেত্রীর অসুস্থতার খবরে উদ্বিগ্ন অনুরাগী, পরিবার ও সহকর্মীরা। অনেকেই নিয়মিত তার খোঁজখবর নিচ্ছেন। আপাতত চিকিৎসকের পরামর্শ মেনেই দেখাশোনা করা হচ্ছে। সূত্র- নিউজ ১৮

এমজে