নতুন বছরের প্রথম দিন গোলাপি রঙের একটি জামদানি শাড়িতে নিজেকে সাজিয়ে ছিলেন বিদ্যা সিনহা সাহা মিম। নায়িকার ফেসবুক পেজে সেই শাড়িতে তাকে দেখে লাইক কমেন্টের জোয়ারে ভাসাতে থাকেন ভক্তরা।

গোলাপি রঙের ওই জামদানি কেন পরেছিলেন সেই রহস্যও জানালেন অভিনেত্রী।

গোলাপি জামদানি পরা পেজে পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে মিম লিখেন, ‘পছন্দের রঙ কি আমাকে প্রশ্ন করলে সাথে সাথে উত্তর হবে গোলাপি। গোলাপি রঙের কাপড় চোখে পড়লে সেটা আমার নিতেই হবে। আর সেটা যদি শাড়ি হয় তাহলে তো কথাই নেই। তাই বছরের প্রথম দিন পরার জন্য প্রিয় গোলাপি রঙের প্রিয় জামদানি শাড়িকে বেছে নিয়েছি।’

মিমের নতুন ওয়েব সিরিজ ‘একটি অদ্ভূত সুন্দর অঘটনের গল্প’ অনলাইন ফ্লাটফর্ম জি-ফাইভে মুক্তি পাবে আগামী ৯ জানুয়ারি। এতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন প্রীতম হাসান, ইরেশ যাকের, সাকিব বিন রশিদ প্রমুখ।

আরআইজে