তারকাদের নিয়মিত খবর পেতে এখন সামাজিক মাধ্যমে নিয়মিত চোখ রাখেন ভক্তরা। তাই হঠাৎ কোনো তারকার পোস্ট উধাও হলে অবাক হওয়ারই কথা। সম্প্রতি এমনটি ঘটনালেন দীপিকা পাড়ুকোন। হঠাৎ তিনি ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটার থেকে তার সব পোস্ট ডিলিট করে দেন। 

পুরোনো বছরের শেষ সময়ে এমনটা ঘটালেন এই বলিউড সুন্দরী। ইনস্টাগ্রামে তিনি একটি অডিও পোস্ট করে বিষয়টি জানান। সেখানে দীপিকা বলেন, ‘২০২০ অনেকের জন্য অনিশ্চয়তায় ভরা বছর ছিল। কিন্তু আমার কাছে ছিল কৃতজ্ঞতার। এই বছর শিখিয়েছে থেমে না গিয়ে কীভাবে পরিস্থিতির সঙ্গে তাল মেলাতে হয়।  ২০২১ সবারদ মনে শান্তি বয়ে আনুক, সকলে সুস্থ থাকুক।’

দীপিকার ইনস্টাগ্রাম প্রোফাইল

অডিও পোস্টে দীপিকা আরো জানান, নতুন বছরে সামাজিক মাধ্যম নতুন করে সাজাবেন তিনি। গত বছরটা দীপিকার খুব বেশি ভালো যায়নি সেটি সবার জানা। এর বিশেষ কারণ তার বিরুদ্ধে মাদক মামলা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর শুরু হয় বলিউড তারকাদের মাদক সংশ্লিষ্টতা নিয়ে তদন্ত। সেখানে উঠে আসে দীপিকার নাম। 

এ নিয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য করেননি দীপিকা। ক্যারিয়ারের শীর্ষ সময়ে আছেন তিনি। এমন সময়ে ২০২০ সালে এই ঘটনা তার জন্য কালো দাগ। তাই সবকিছু ভুলে আবারো নতুন রঙে সাজাতে চান তার সামাজিক  মাধ্যম। 

দীপিকা ও রণবীর সিং একসঙ্গে নতুন বছর উদযাপন করেন। রনথম্বোরের অমন-ই-খাস রিসোর্টে নতুন বছরকে স্বাগত জানালেন এই তারকা জুটি। 

এমআরএম