‘ইউরো বাংলা টিভি’র উদ্বোধনী অনুষ্ঠানে চলছে সঙ্গীত পরিবেশনা

২০২১ সালের প্রথম দিনেই বাংলাদেশে যাত্রা শুরু করেছে ‘ইউরো বাংলা টিভি’। শুক্রবার (১ জানুয়ারি) রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চ্যানেলটির বাংলাদেশ স্টুডিও এবং সম্প্রচার উদ্বোধন করেন এর চেয়ারম্যান বড়ুয়া মনোজিত ধীমন। 

অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক রাশেদ খান, পরিচালক সানি চৌধুরী, জাকারিয়া হোসেন, বেলাল আহমেদ, হুমায়ন প্রমুখের পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন অঙ্গনের মানুষ।

হারুন মেহেদীর উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে গান পরিবেশন করেন নিলা চৌধুরী, জাকারিয়া হোসেন প্রমুখ । অনুষ্ঠানটি ‘ইউরো বাংলা টিভি' সরাসরি প্রচার করে। 

প্রবাসী বাঙালিদের চ্যানেলটি ৭০ বি ৭০ ডিগ্রি কেইউ ব্যান্ড (ফ্রি টু এয়ার) স্যাটেলাইটে অনুষ্ঠান প্রচার করছে । এছাড়াও নিজস্ব ওয়েবসাইট, আইপি টিভি বক্স, মোবাইল অ্যাপ এবং ক্যাবল নের্টওয়ার্ক সার্ভিসের মাধ্যমে দেখা যাচ্ছে। 

চ্যানেল কর্তৃপক্ষ জানায়, তাদের অনুষ্ঠানমালায় দেশ-বিদেশের সর্বশেষ সংবাদের পাশাপাশি থাকবে টকশো, সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান, শিশুতোষ অনুষ্ঠান, বিনোদন সংবাদসহ বাংলাদেশি কমিউনিটির সঙ্গে সম্পৃক্ত মূলধারার নানা আয়োজন। 

উল্লেখ্য, ইউরোপ প্রবাসী বাঙালি কমিউনিটি পরিচালিত এই চ্যানেলটি ইতোমধ্যেই ইউরোপে সম্প্রচার শুরু করেছে।

আরআইজে