আগামীকাল রোববার (৯ মে) বিশ্ব মা দিবস। এদিন সারা পৃথিবীর মায়েদের প্রতি শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা প্রদর্শন করে থাকেন তাদের সন্তানেরা। মায়েদের কাছে হাজির হন নানা উপহার সামগ্রী নিয়ে। আর মায়েদের প্রতি সম্মান জানাতে ২০০৮ সালের ‘সেরাকণ্ঠ’ বিজয়ী গায়িকা জানিতা আহমেদ ঝিলিক কণ্ঠে তুলে নিলেন গান।

তার এই গানটির শিরোনাম ‘মা গো মা’। এবারই প্রথম মাকে নিয়ে গাইলেন তিনি। গানটির কথা লিখেছেন জামাল হোসেন। সুর করেছেন মুহিন। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে মডেল হয়ে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী শিরিন আক্তার। আর গায়িকা ঝিলিক অভিনয় করেছেন মেয়ের চরিত্রে।

গানটি নিয়ে ঝিলিক বলেন, ‘আমার মায়ের একমাত্র সন্তান আমি। আমার প্রতি তার ভালোবাসা দেখেই বুঝতে পারি পৃথিবীর প্রতিটা মা তাদের সন্তানদের কতটা ভালোবানে। আসলে একজন সন্তানের জন্য মায়ের ত্যাগ আর ভালোবাসার কথা বলে শেষ করা যাবে না। সারা পৃথিবীর মায়েদের প্রতি সম্মান জানিয়ে আমাদের এই গান। কোনো একজন মাও যদি গানটি শুনে পছন্দ করেন তবেই আমাদের সার্থকতা।’

মা দিবসে রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে গান-ভিডিওটি উন্মুক্ত করা হবে। গানটি নিয়ে সংশ্লিষ্ট সবাই বেশ আশাবাদী।

আরআইজে