প্রতি ঈদে এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের গান মানেই বাড়তি আকর্ষণ। সেই ধারাবাহিকতা ঠিক ছিল এবারও। ঈদের দ্বিতীয় দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হয়েছিল তার একক সংগীতানুষ্ঠান ‘সুখে থাকো তুমি’।

অনুষ্ঠানটি প্রচারের আগে থেকেই সামাজিক মাধ্যমে এ নিয়ে বেশ আলোচনা তৈরি হয়। ড. মাহফুজুর রহমানের ফেসবুক পেজে রোববার (১৬ মে) একটি প্রমো ভিডিও প্রকাশ করা হয়। সেখানে দর্শকরা তাদের মিশ্র প্রতিক্রিয়া জানান। 

আফরিন জাহান নামে একজন লিখেছেন, ‘অসাধারণ কণ্ঠ ও লিরিক্স। ধন্যবাদ অনেক দিন অপেক্ষার পর আপনার গান শুনতে পারলাম। ঈদের আনন্দ কয়েক গুণ বেড়ে গেল। ভালোবাসা রইল। পরবর্তী গানের অপেক্ষায়।’

নুসরাত জাহান নিলা লিখেছেন, ‘বিগ ফ্যান স্যার। ঈদের আনন্দ আরও বেড়ে যায় প্রত্যেক ঈদে আপনার গান শুনে। পুরো গানটা শুনলাম। কি অসাধারণ লিরিক্স আর সুর তো সবসময়ই অসাধারণ।’

হায়দার কবির মিথুন লিখেছেন, ‘টমাস আলভা এডিসন বধির হয়েও যদি পৃথিবী বিখ্যাত বিজ্ঞানীদের একজন হতে পারেন। তবে ড. মাহফুজুর রহমান নিজ গুনে নিজ চেষ্টায় নিজ চ্যানেল থাকতে, কেন সাধনায় একজন শিল্পী হতে পারবেন না।’

আনান আনিসা লিখেছেন, ‘বিশ্বাস করেন মাহফুজ আংকেল। আমি সুখে একদমি ছিলাম না। যদিও আজকে ঈদের ৩য় দিন। কিন্তু আজকেই আমার প্রকৃত ঈদ। কেননা আজকে আপনার এই গানটা শুনলাম। সেই আপনার স্ট্যাটাস দেখার পর এই সুখে থেকো গানের জন্য অপেক্ষায় ছিলাম। ব্যাকগ্রাউন্ড ডান্সারগুলাতো আরও জোস। পুরাই যেন বসন্তকালীন কোকিল ভয়েস আপনার। আমিও আপনার সাথে গান গেতে চাই।’

দুর্জয় ভট্টাচার্য লিখেছেন, ‘স্যার কালকে চেলসির খেলা দেখে আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। কিন্তু আপনার এ গান আমাকে সুস্থ করেছে। ধন্যবাদ স্যার।’

উল্লেখ্য, ড. মাহফুজুর রহমানের গানগুলোর কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ ও ড. মাহফুজুর রহমান নিজেও। গানের তালিকায় রয়েছে ‘চলে গেছ ক্ষতি নেই’, ‘কথা দিলাম’, ‘প্রথম দেখা’, ‘বাঁচবোনা তোমায় ছাড়া’, ‘দিন রাত ২৪ ঘণ্টা’, ‘একাকী জীবন আমার’, ‘সুখে থকো তুমি’, ‘মনের ঘর’, ‘ভুলে যাও’ এবং ‘আমার জীবন’। 

এমআরএম