বাঙালি হিন্দু সমাজে জামাই ষষ্ঠী উৎসবের গুরুত্ব অনস্বীকার্য। বিশেষ করে যে পরিবারে সদ্য বিবাহিত কন্যা রয়েছে সেই পরিবারে পার্বণটি ঘটা করে পালন করা হয়। আগামী ১লা আষাঢ় (১৬ জুন) প্রথমবারের মতো জামাই ষষ্ঠী উপলক্ষে বাংলাদেশের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা’র ‘বিশ্বরঙ’ আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান ‘সেরা জামাই যুদ্ধ’।

এই উপলক্ষ্যে প্রথমবারের মতো জামাই ষষ্ঠীকে ঘিরে করা হয়েছে গান। গানটির পরিকল্পনা করেছেন বিপ্লব সাহা। এতে কণ্ঠ দিয়েছেন হৈমন্তী রক্ষিত দাস। কথা, সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। গত বুধবার সন্ধ্যায় গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

গানটি প্রসঙ্গে বিপ্লব সাহা বলেন, ‘বিশ্বরঙ পরিবারে হৈমন্তীর আগমন। তাকে শুভেচ্ছা-অভিনন্দন। আমাদের ধারণা বাংলাদেশে জামাই ষষ্ঠী উৎসবকে ঘিরে গান এই প্রথম। বিষয়টা আমার কাছে সত্যিই ভালো লাগার। খুব চমৎকার গেয়েছে হৈমন্তী। আশা করছি সবার ভালো লাগবে।’

হৈমন্তী বলেন, ‘কথা ও সুর সত্যিই আমার কাছে ভীষণ ভালোলেগেছে। যেহেতু উৎসব কেন্দ্রিক গান, তাই অনেক বেশি আনন্দ নিয়ে গেয়েছি। বিপ্লব দার কৃতজ্ঞতা। ধন্যবাদ উজ্জ্বল সিনহা দাদার প্রতিও।’

শিগগিরই হৈমন্তীর গান নিয়ে ফ্যাশন ভিডিওটি বিশ্বরঙ’র ফ্যাশন ক্লাব-এ এবং ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

আরআইজে