যুক্তরাষ্ট্র থেকে করোনার ভ্যাকসিন নিলেন নওশীন
নওশীন নাহরীন মৌ, ছবি: সংগৃহীত
বিশ্বজুড়ে এখন আলোচনায় করোনা ভ্যাকসিন। মহামারি করোনাভাইরাস থেকে মুক্তি পেতে এই ভ্যাকসিনের দিকে তাকিয়ে কোটি কোটি মানুষ। কাঙ্খিত এই ভ্যাকসিন গ্রহণ করেছেন ছোটপর্দার অভিনেত্রী ও উপস্থাপিকা নওশীন নাহরীন মো।
এক সময়কার ব্যস্ত ও প্রিয় এই মুখ এখন যুক্তরাষ্ট্রে থাকছেন। সেই দেশের নাগরিক হওয়ার সুবাধেই সেখান থেকে ভ্যাকসিন গ্রহণের সুযোগ পেয়েছেন তিনি।
বিজ্ঞাপন
নওশীন নিজেই তার ফেসবুকে করোনার ভ্যাকসিন গ্রহণের কার্ডের একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘প্রথম ডোজ কোভিড ভ্যাকসিন গ্রহণ করলাম। আলহামদুলিল্লাহ। '
পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, মঙ্গলবার (৫ জানুয়ারি) ফাইজার-বায়োএনটেকের টিকার প্রথম ডোজ নিয়েছেন তিনি। কোর্সের অংশ হিসেবে আরেকটি ডোজ নিতে হবে তাকে। প্রথম ডোজ গ্রহণের পর এখনও কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি বলেও জানিয়েছেন অভিনেত্রী।
বিজ্ঞাপন
স্বামী এক সময়কার ব্যস্ত অভিনেতা আদনান ফারুক হিল্লোল এবং ছেলেসহ বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন নওশীন। মাঝে দেশে ফিরলেও করোনা মহামারি ব্যাপক আকার ধারণ করার আগে আগে যুক্তরাষ্ট্রে চলে যান তিনি।
উল্লেখ্য, রেডিও জকি হিসেবে মিডিয়ায় যাত্রা শুরু করেন নওশীন। এরপর অভিনয় ও মডেলিং করেও খ্যাতি অর্জন করেন। বেশকিছু সিনেমায়ও দেখা গেছে তাঁকে। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য-‘প্রার্থনা’, ‘মুখোশ মানুষ’, ‘হ্যালো অমিত’, ‘দুদু মিয়া’, ‘সোয়াচান পাখি‘ প্রভৃতি।
আরআইজে