বলিউডে নিয়মিত কাজ করছেন সুপারস্টার প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়। জুলাই মাসে ‘মালিক’ ছবিতে দেখা যাবে তাকে। এরই মধ্যে নিজের কাজ, ব্যক্তিগত জীবন নিয়ে মুম্বাইয়ে বেশ কিছু সাক্ষাত্‍কারও দিয়েছেন অভিনেতা। 

এর মধ্যে একটা সাক্ষাত্‍কারে, কেমন মানুষ তিনি- সেটা বোঝাতে একটা কথাই বলেছেন প্রসেনজিত্‍। তার কথায়, ‘২৫ বছরে দু’ বার আমার সংসার ভেঙেছে, কিন্তু ফোন নম্বর একটাই রয়েছে।’

জনপ্রিয় অভিনেতা বিশ্বজিত্‍ চট্টোপাধ্যায়ের ছেলে প্রসেনজিত্‍। আগেও বিভিন্ন সাক্ষাত্‍কারে অভিনেতা খোলসা করেছেন, যখন বোনের বিয়ে দিচ্ছিলেন, তখন এমন পরিস্থিতি ছিল যে বাবা উপস্থিত থাকতে পারেননি। সেই সময়ে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাছে গিয়েছিলেন তিনি। 

প্রসেনজিতের কথাতেই উঠে এল, তার বোন পল্লবী চট্টোপাধ্যায়ের বিয়ের দিনে টলিউডের বড় তারকারা যে সকলে উপস্থিত ছিলেন এমন নয়। তবে সৌমিত্র চট্টোপাধ্যায় এসে দাঁড়িয়েছিলেন, তাদের পরিবারকে সমর্থন করার জন্য। 

টলিপাড়ায় যখন কাজ শুরু করেন, তখনও বেশ লড়াই করতে হয়েছিল নায়ককে। শুরুর দিনগুলোয় ঠিক সময়ে তার খাওয়া হতো না। তখন স্টুডিয়োর বাইরে চায়ের দোকান ছিল একজনের। তিনি যে খাবার নিয়ে আসতেন, তার কিছুটা ভাগ করে নিতেন প্রসেনজিতের সঙ্গে। 

এমন সব দিন দেখেছেন বলেই, কখনও স্টারডাম তার মাথায় ওঠেনি, সে কথাটাই বারংবার বলেন অভিনেতা। 

ফোন নম্বরটাও হয়তো একই রেখে দিয়েছেন সেই কারণে। এত বড় তারকার পক্ষে ২৫ বছর ধরে একটি ফোন নম্বর ব্যবহার করা সহজ কথা নয়। তবে প্রসেনজিত্‍ সেটা করেছেন। কারণ চাকচিক্য তাকে ছোঁয়নি। 

এনএইচ