সৌমিত্র চট্টোপাধ্যায়, ছবি: সংগৃহীত

১৯ জানুয়ারি উপমহাদেশের জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। ভারতীয় বাঙালি এই অভিনেতার জন্মদিন উপলক্ষে শুরু হচ্ছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। কিংবদন্তি অভিনেতার জন্মদিনের ঠিক দু’দিন আগে (১৭ জানুয়ারি) তাঁর স্মরণে ‘একাডেমি অব ফাইন আর্টসে’ শুরু হচ্ছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মরণে এই আয়োজন করেছে ব্লাডমেট। অভিনেতা যখন হাসপাতালে ছিলেন, তখন তাঁকে রক্ত দেওয়ার ব্যবস্থা করেছিল এই সংস্থাই। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচানো যায়নি। তাই তাঁকে শ্রদ্ধা জানাতে রক্তদান কর্মসূচির আয়োজন করেছে সংস্থাটি। এর সঙ্গে যোগ দিয়েছে ‘দ্য সৌমিত্র চ্যাটার্জি ফাউন্ডেশন’ এবং সৌমিত্রকন্যা পৌলমী বসুর নাট্যদল ‘মুখোমুখি’।

জানা যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন পৌলমী। তার মধ্যেই রয়েছে অভিনেতাকে স্মরণের এই অভিনব উদ্যোগ।

দীর্ঘদিন ধরেই রক্তদান, থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসা, রক্তদান সংক্রান্ত তথ্যবিষয়ক নানা কাজের সঙ্গে জড়িত ব্লাডমেট। অভিনেতাকে সম্মান জানাতে এটি একটি অনন্য উদ্যোগ বলে জানায় তারা। এতে সৌমিত্রকন্যা পৌলমীর সহযোগিতা পেয়ে আরও উৎসাহিত হয় সংস্থাটি।

সৌমিত্র চট্টোপাধ্যায়, ছবি: সংগৃহীত 

উল্লেখ্য, দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত বছরের ১৫ নভেম্বর না ফেরার দেশে পাড়ি জমান সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর জন্ম ১৯ জানুয়ারি ১৯৩৫, নদীয়া জেলার কৃষ্ণনগরে। চট্টোপাধ্যায় পরিবারের আদি বাড়ি ছিল বাংলাদেশের কুষ্টিয়ার শিলাইদহের কাছে কয়া গ্রামে। কর্মজীবী বাবার সঙ্গে ছেলেবেলা কেটেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে। সুকুমারবৃত্তির চর্চা সেই ছেলেবেলা থেকেই। বই পড়ার প্রতি প্রচণ্ড টান ছিল তাঁর। মা-বাবা দুজনই যুক্ত ছিলেন মঞ্চনাটকের সঙ্গে। কলেজজীবনে শিশির কুমার ভাদুড়ির সান্নিধ্যলাভ জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনা। তাঁর হাত ধরেই সৌমিত্রের থিয়েটারযাত্রার সূত্রপাত। তিনি সাহিত্য নিয়ে পড়াশোনা করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে।

উইলিয়াম শেকসপিয়ারের ‘কিং লেয়ার’ অবলম্বনে সুমন মুখোপাধ্যায়ের ‘রাজা লিয়র’ নাটকে নাম ভূমিকায় কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায় অনবদ্য অভিনয় সব মহলে সমাদৃত। ২০১৫ সালে এই নাটক নিয়ে ঘুরে গেছেন বাংলাদেশ। তারও আগে ২০০৪ সালে শিশু একাডেমিতে তাঁর একক আবৃত্তি অনুষ্ঠান বাংলাদেশের দর্শকদের মনে গেঁথে আছে।

আরআইজে