মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স যুক্তরাষ্ট্রের রক্ষণশীল ব্যবস্থার বিরুদ্ধে মুখ খুলেছেন। সম্প্রতি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসের একটি আদালতে এই সংগীতশিল্পী বলেছেন, জীবনের ১৩ বছর ফিরে পেতে চান তিনি।

যুক্তরাষ্ট্রের রক্ষণশীল ব্যবস্থার কারণে ২০০৮ সালের পর থেকে ব্রিটনির ব্যক্তিগত জীবন এবং অর্থের ওপর ব্যাপক নিয়ন্ত্রণ চালানো হয়। এতদিন মুখ বুজে সব সহ্য করলেও এবার নাটকীয়ভাবে প্রার্থনা করে বলেছেন, ‘আমি আমার ব্যক্তিগত জীবনের নিয়ন্ত্রণ নিজে নিতে চাই।’

৩৯ বছর বয়সী ব্রিটনি স্পিয়ার্স বলেন, ‘এই রক্ষণশীলতা আমার ভালোর চেয়ে ক্ষতিই করেছে। তাই এখান থেকে আমি নিজেকে সরিয়ে নিতে চাই। আমি কারও চাকর হয়ে থাকতে চাই না। আমি আমার জীবন ফিরে পেতে চাই।’

ব্রিটনি আরও বলেন, ‘আমি একটি স্বাচ্ছন্দ্যময় জীবনযাপনের অধিকার পেতে চাই।’

উল্লেখ্য, ব্রিটনি স্পিয়ার্স পারিবারিক কারণে মানসিক ভারসাম্য হারান। এরপর থেকেই তার ব্যক্তিগত জীবন ও অর্থের নিয়ন্ত্রণ নেয় যুক্তরাষ্ট্রের সরকার।

এইচএকে/আরআইজে/এমআরএম