অসুস্থ মিমি এখন কেমন আছেন? জানালেন মমতা
ঠিক এক সপ্তাহ আগে (২২ জুন) ভুয়া ভ্যাকসিন কাণ্ডের শিকার হয়েছিলেন টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী। ঘটনার চার দিনের মাথায় শনিবার ভোর থেকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী।
মিমির সহকারী জানান, গুরুতর ডিহাইড্রেশন, অত্যন্ত কম রক্তচাপ, অসহ্য পেটে ব্যথায় কাতর হয়ে সংজ্ঞা হারান অভিনেত্রী। তার আগে থেকেই গল ব্লাডারের সমস্যা থাকায় ওষুধ চলছে তার। এই অবস্থায় তার স্বাস্থ্য নিয়ে ভয় আরও বেড়েছে।
বিজ্ঞাপন
ভক্ত-অনুরাগীসহ সবার উৎকণ্ঠা এই মূহুর্তে কেমন আছেন মিমি? সোমবার (২৮ জুন) নবান্নে মিমির শরীরের সর্বশেষ অবস্থা জানালেন কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, 'মিমির স্বাস্থ্য নিয়ে আপনারা যেমন চিন্তিত আমরাও তেমন চিন্তিত। মিমি চক্রবর্তীর সঙ্গে আমার কথা হয়েছে। অভিনেত্রীর শারীরিক অবস্থা আগের থেকে এখন কিছুটা ভালো।’
তিনি আরও জানান, মিমির আগে থেকেই গলব্লাডারের সমস্যা ছিল। সেই কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, বিশেষভাবে সক্ষম শিশু ও সমকামীদের ওই ক্যাম্পে বিনামূল্যে করোনা টিকা দেওয়া হচ্ছে, জানতে পেরে মিমি চক্রবর্তী ওই ক্যাম্পে টিকা নেওয়ার সিদ্ধান্ত নেন। যাতে সবাই উৎসাহিত হন। কিন্তু টিকা নেওয়ার পর সার্টিফিকেট হাতে না পাওয়ায় অভিনেত্রীর মনে সন্দেহ জাগে। সেখান থেকেই এই প্রতারক চক্রকে ধরতে সক্ষম হন তৃণমূল সাংসদ।
আরআইজে