‘নারীদের নিয়ে কুরুচি মন্তব্য বন্ধ করতে হবে’
শোবিজ অঙ্গনে তাহসান খান ও মিথিলা ছিল সবচেয়ে প্রশংসিত জুটি। অনেকে তাদের সম্পর্ককে আদর্শ মানতেন। তাই তাদের বিচ্ছেদের খবরেও আহত হয়েছিলেন ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে সমালোচনা চলে দীর্ঘদিন।
এখানে শেষ নয়। এই তারকা দম্পতির বিচ্ছেদের পর মিথিলাকে নিয়ে শুরু হয় নান গুঞ্জন। নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে একটি ছবি ভাইরাল হয়। এ নিয়ে বিতর্কের তোপে পড়েন দুজনই। সেই আলোচনা শেষ হতেই মিথিলা চলে আসেন নতুন শিরোনামে।
বিজ্ঞাপন
কলকাতার পরিচলক সৃজিত মুখার্জির সঙ্গে সম্পর্ক নিয়ে শুরু হয় নতুন গুঞ্জন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের একসঙ্গে ছবি থেকে এর সূত্রপাত। টানা অনেকদিন ফেসবুকের মিথিলা হট টপিক ছিলেন। সৃজিতের সঙ্গে শেষ পর্যন্ত গাঁটছড়া বাঁধেন মিথিলা।
বাংলাদেশ ও কলকাতার গণমাধ্যমে এখন প্রায় সংবাদের শিরোনামে সৃজিত ও মিথিলা। কিছুদিন আগে তাদের বিয়ের এক বছর পার করলেন এই তারকা দম্পতি। কিন্তু এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল পিছু ছাড়েনি মিথিলার।
বিজ্ঞাপন
শেষ পর্যন্ত এ নিয়ে মুখ খুললেন এই তারকা। তার ইনস্টাগ্রাম পেজ থেকে একটি ভিডিও শেয়ার করেন তিনি। সেখানে মিথিলা বলেন, ‘প্রতিটি মানুষের ব্যক্তিগত জীবন থাকে। সেই জীবনে তার ভালো লাগা ও খারাপ লাগা থাকে। যা তার নিজের জীবনকে প্রভাবিত করে। আপনার জীবনকে নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা অন্যের জীবন নিয়ে বেশি উৎসাহী । বিশেষ করে নারীদের নিয়ে কুরুচি মন্তব্য করতে অনেকে দ্বিধাবোধ করেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের নিয়ে কুরুচি মন্তব্য বন্ধ করতে হবে। অন্যকে নিয়ে ভাবা বন্ধ করে, নিজেকে নিয়ে ভাবা শুরু করতে হবে।’
এমআরএম