২০১২ সালে চ্যানেল নাইন আয়োজিত ‘পাওয়ার ভয়েস’ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতাঙ্গনে পা রাখেন মেধাবী গায়ক আতিকুল ইসলাম রাজু। যিনি কিনা এ আই রাজু নামেও পরিচিত। এরপর থেকে গত প্রায় এক দশকে ধীরে ধীরে নিজের অবস্থানটাকে আরও সৃদৃঢ় করেছেন এই শিল্পী। নিয়মিত মৌলিক গানের পাশাপাশি প্রিয় শিল্পীদের গান কভার করেও কুড়িয়েছেন প্রশংসা।

সম্প্রতি রাজুর সাফল্যের পালকে যোগ হয়েছে নতুন এক মুকুট। তার কভার করা ‘মনে পড়ে রবি রায়’ গানটি ২ কোটি ভিউয়ার পূর্ণ করেছে। ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর নিজের ইউটিউব চ্যানেল ‘এআইরাজুমিউজিক’-এ ভিডিও আকারে গানটি প্রকাশ করেছিলেন তিনি।

কিংবদন্তি গায়ক আর ডি বর্মণের গাওয়া এই গানটির সংগীত পরিচালকও ছিলেন আর ডি বর্মণ নিজে। কথা লিখেছিলেন শচীন ভৌমিক। তবে রাজুর জন্য এটিকে নতুন সংগীতায়োজনে তৈরি করেন হেমলেট তুষার। আর ভিডিও নির্মাণ করেন সায়েফ উদ্দিন রিফাত।

প্রথমবার নিজের কণ্ঠটি ২ কোটি ভিউয়ারের কানে যাওয়ায় উচ্ছ্বসিত রাজু ঢাকা পোস্টকে বলেন, ‘সত্যি বলতে এই গানটি আমার অসম্ভব পছন্দের। ভালোবাসা থেকেই গানটি গেয়েছিলাম। গানটি এমন মাইলফলক সম্পর্শ করায় খুব ভালো লাগছে। সবচেয়ে বড় কথা গানটির জন্য মানুষের কাছ থেকে যে মন্তব্যগুলো পেয়েছি তা ভবিষ্যতে আমাকে উৎসাহ যোগাবে।’

সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ থেকে ভেরিফায়েড স্বীকৃতি পেয়েছে রাজুর ফেসবুক প্রোফাইল ও পেজ। সামনেই ১ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক স্পর্শ করবে ইউটিউবে তার চ্যানেল-‘এআইরাজুমিউজিক’।

উল্লেখ্য, গত ২ এপ্রিল ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ উপলক্ষ্যে প্রকাশিত হয় রাজুর গাওয়া ‘সব্বাই সবার মতনই’। যে গানের ভিডিওতে অংশ নেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা এবং দেশের জনপ্রিয় অভিনেত্রী ও সমাজসেবী বিপাশা হায়াত। সেই গানটির জন্যও বেশ প্রশংসিত হন রাজু।

আরআইজে