আবারও বিয়ে করেছেন সংগীত তারকা হাবিব ওয়াহিদ। পাত্রীর নাম আফসানা চৌধুরী শিফা। ইডেন মহিলা কলেজের মার্কেটিং বিভাগের ছাত্রী তিনি। মিডিয়াতেও কাজ করছেন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে বিয়ের খবরটি দেন হাবিব নিজেই। এবার একটি অনলাইন পোর্টালকে জানালেন এই বিষয়ে বিস্তারিত।

হাবিব জানান, প্রায় ৮ মাস আগে আফসানা চৌধুরী শিফার সঙ্গে তার পরিচয়। আর বিয়ে করেছেন মাস তিনেক আগে। কিন্তু বিয়ের তারিখ স্পষ্ট করে জানাতে চান না এই গায়ক ও সংগীত পরিচালক।

হাবিব বলেন, ‘বিয়ে বিষয়টি একেবারেই ব্যক্তিগত। এই বিষয়গুলো মিডিয়ায় বলার ইচ্ছা আমার নেই। আবার এটাকে লুকিয়ে রাখারও কিছু নেই। সংসার তো সত্য ও সুন্দর বিষয়। সেই ভাবনা থেকেই ফেসবুকে তথ্যটি জানালাম। কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি কিছু হোক, সেটি আমরা চাই না।’

হাবিব আরও জানান, শিফার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায়। তবে তার পরিবার ঢাকায় স্যাটেল। হাবিবের বাড়ি পাশের উপজেলা দোহারে।

পুত্র আলীম ওয়াহিদের সঙ্গে হাবিব ওয়াহিদ, ছবি : সংগৃহীত 

হাবিব বলেন, ‘আমাদের পরিচয় ঢাকাতেই। পরিচয়ের কিছুদিন পর আমরা অনুভব করি সংসারের। এরপর জানতে পারি দুজন একই অঞ্চলের মানুষ! মুন্সিগঞ্জ। যদিও প্রেম বা বিয়ের পেছনে এটা কোনও কাজ করেনি। পারিবারিকভাবেই বিয়ের সিদ্ধান্ত হয়েছে। করোনার কারণে বিয়ে নিয়ে কোনো আনুষ্ঠানিকতার পরিকল্পনা নেই।’ 

হাবিব আরও যোগ করেন, ‘জন্ম-মৃত্যু-বিয়ে উপরওয়ালা থেকে নির্ধারিত। তা না হলে, শিফার সঙ্গে আমার পরিচয়ই হতো না। এদিকে আমার একমাত্র সন্তান আলীম ওয়াহিদও বড় হচ্ছে। ওর সোশ্যাল সিকিউরিটির বিষয়টাও দেখতে হবে। এসব মিলিয়ে বিয়ের বিষয়টি নিয়ে আমি এ পর্যন্ত কোথাও কমেন্ট করিনি, করার ইচ্ছেও নেই। যেটুকু জানানোর, সেটা ফেসবুকে জানিয়েছি। বাকিটা আল্লাহর ইচ্ছা।’

হাবিব বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে সংবর্ধনা বা হানিমুন বিষয়টি তুচ্ছ। এসব নিয়ে ভাবছি না। আমরা আসলে একসঙ্গে নিজেদের মতো বাকি জীবন কাটাতে চাই।’

আরআইজে