রাম গোপাল ভার্মাকে বয়কট করলো বলিউডের ৩২ সংগঠন
বলিউডের প্রখ্যাত পরিচালক রাম গোপাল ভার্মাকে বয়কট করা হয়েছে। ফেডারেশন অফ ওয়েস্টার্ন সিনে এমপ্লয়িজ এই সিদ্ধান্ত নেয়। জানানো হয়, ৩২ সংগঠনের কেউ এই পরিচালকের সঙ্গে কাজ করবেন না।
চলচ্চিত্রের শিল্পী, প্রযুক্তিবিদ ও কর্মীদের পারিশ্রমি না দেয়ায় বয়কটা করা হয় রাম গোপালকে। পারিশ্রমিকের পরিমান প্রায় ১ কোটি ২৫ লাখ রুপি। দীর্ঘদিন ধরে এই পারিশ্রমিক আটকে রেখেছেন তিনি।
বিজ্ঞাপন
বকেয়া পরিশোধের জন্য তাকে বলাও হয়েছে কয়েকবার। কিন্তু তাতে কাজ না হলে বয়কট ঘোষণা করা হয়। গত বছরের শেষের দিকে সকলের পাওনা চেয়ে একটি চিঠি পাঠানো হয়েছিল পরিচালকের কাছে। কিন্তু সেই চিঠির উত্তর দেননি তিনি।
পরবর্তীতে আইনি নোটিসও পাঠানো হয় রাম গোপালের কাছে। সেই নোটিস নিতে অস্বীকার করেন। মুম্বাই থেকে গোয়াতে অফিস স্থানান্তর করছেন এই পরিচালক। গোয়ার মুখ্যমন্ত্রীর কাছেও পরিচালককে বয়কটের সিদ্ধান্ত জানিয়ে চিঠি দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে।
বিজ্ঞাপন
সম্প্রতি নিজের একটি মন্তব্য নিয়ে আলোচনায় আসেন রাম গোপাল ভার্মা। এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন, ‘মহিলাদের মস্তিষ্কের ক্ষুরধারতা নয়। বরং যৌনতাটাই তার বেশি পছন্দ।’
উল্লেখ্য, এর আগে বেশ কয়েকবার বিতর্কের তোপে পড়তে হয়েছে রাম গোপালকে। নিজের সিনেমায় ‘অনার কিলিং’ কে প্রচার করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। আইনি ঝামেলাতেও জড়ান তিনি।
এমআরএম