বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয় ব্যান্ড ‘বিটিএস’। এটি মূলত কোরিয়ান-পপ ঘরানার ব্যান্ড। যারা গানের সঙ্গে দৃষ্টিনন্দন নাচের সমন্বয়ে ভিডিও প্রকাশ করেন। সেগুলো মুহূর্তেই পেয়ে যায় আকাশচুম্বী জনপ্রিয়তা।

‘বিটিএস’-এর দলনেতা ও র‍্যাপার আরএম কিম নাম-জুন গান ও নাচের পাশাপাশি আরও একটি কাজে দারুণ দক্ষ। সেটা একটি খেলা। নাম স্কেটিং। আরএম কিম জানালেন, এটিই একমাত্র খেলা, যেটাতে তিনি পারদর্শী।

সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নেন আরএম কিম। সেখানে প্রসঙ্গক্রমে স্কেটিং করেন তিনি। এরপর বললেন, ‘দেখতে দেখতে ২০ বছর হয়ে গেল। ছোট বেলা থেকেই আমি ইনলাইন স্কেটস খেলায় অভ্যস্ত। এটাই একমাত্র খেলা, যেটা আমি খুব ভালো পারি।’

তবে রোলার স্কেটস ছাড়া আরও একটি কাজ পছন্দ করেন আরএম কিম। সেটা হলো বাইক চালানো। বিলবোর্ডের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি তিনি বলেছেন, ‘সংগীতে আসার পর থেকেই আমার জীবনে চাপ বেড়ে গেছে। একটা ভালো গান করার জন্য অনেক প্রেশারের মধ্য দিয়ে যেতে হয়। যখন আমি বাইক চালাই, তখন মনে হয় সেই চাপ থেকে কিছুটা মুক্তি পাই। আর যখন আমি দ্রুত চালাই, মনে হয় মেঘের ওপর উড়ছি।’

উল্লেখ্য, ‘বিটিএস’-এর সর্বশেষ প্রকাশিত গান ‘পারমিশন টু ড্যান্স’। এটি প্রকাশ হয়েছিল গত ৯ জুলাই। ইতোমধ্যে গানটি ভিউ ছাড়িয়েছে ২৫ কোটি। অবশ্য এই গানের সুর ও মিউজিক ভিডিওর কনসেপ্টে নকল বলে অভিযোগ উঠেছিল। যদিও সেটা নিয়ে কোনো মন্তব্য করেননি বিটিএস মেম্বাররা।

কেআই/আরআইজে