নোবেলজয়ী কিংবদন্তি মার্কিন সংগীতশিল্পী-গীতিকার বব ডিলানের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। নিউইয়র্কের এক আদালতে তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেছেন এক নারী।

গত শুক্রবার করা মামলার অভিযোগে বলা হয়েছে, ৫৬ বছর আগে ১৯৬৫ সালে ওই নারীর বয়স যখন মাত্র ১২ বছর, তখন তাকে যৌন নিপীড়ন করেন মার্কিন এই রক ও ফোক লিজেন্ড। ওই বছরের এপ্রিল থেকে মে পর্যন্ত সময়ের মধ্যে প্রায় ছয় সপ্তাহ ধরে অভিযোগকারীর ওপর নিপীড়ন চালান ডিলান।

ওই নারীর দাবি, নিউইয়র্কের বিখ্যাত চেলসিয়া হোটেলের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে তার ওপর এই যৌন নির্যাতন চালানো হয়। তবে এতদিন তিনি কেন বিষয়টি লুকিয়ে রেখেছিলেন সেটা নিয়ে প্রশ্ন তুলছেন ডিলান ভক্তরা।

এদিকে এক বিবৃতিতে বব ডিলানের মুখপাত্র বলেন, ৫৬ বছর আগের এ দাবি মিথ্যা এবং এর উপযুক্ত জবাব দেওয়া হবে।

উল্লেখ্য, সর্বকালের সেরা কণ্ঠশিল্পী ও গীতিকার বলে বিবেচনা করা হয় ৮০ বছর বয়সী বব ডিলানকে। এ পর্যন্ত সারাবিশ্বে তার মোট ১২৫ মিলিয়ন অ্যালবাম বিক্রি হয়েছে। ২০১৬ সাহিত্যে নোবেল পুরস্কার পান তিনি। তার গাওয়া ‘লাইক আ রোলিং স্টোন’, ‘ব্লোয়িং ইন দ্য উইন্ড’ এখনও মানুষের মুখে মুখে ফেরে। আরও অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।

আরআইজে