‘নতুন ভূমিকা’, ‘নতুন শুরু’র ইঙ্গিত নুসরাতের
কিছুদিন পরই মা হবেন নুসরাত জাহান। হবু মায়ের আনন্দ তার সাম্প্রতিক কর্মকাণ্ডেই স্পষ্ট। সেসব মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিনিয়ত শেয়ার করছেন নুসরাত। কিন্তু কোনো দিন অনাগত সন্তানের বাবার পরিচয় কিংবা তার অন্তঃসত্ত্বা থাকাকালীন দিনগুলোর কথা বলেননি এই অভিনেত্রী। রোববারও (২২ আগস্ট) আনন্দঘন মুহূর্ত শেয়ার করেছেন তিনি। এবার বোধ হয় আনন্দ ধরে রাখতে পারলেন না ভারতীয় এই সংসদ সদস্য। দিলেন নতুন ইঙ্গিত।
তিনি তিনটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। কার্টুনের ছাপ তার পোশাকে। সঙ্গে লিখেছেন, ‘সুন্দর দিনগুলোর দিকে এগোচ্ছি।’ তার নিচে হ্যাশট্যাগে লেখা, ‘নতুন শুরু’, ‘নতুন ভূমিকা’, ‘সামনের সেই দিনগুলোর দিকে তাকিয়ে’ ইত্যাদি। ক্যাপশন এবং হ্যাশট্যাগে স্পষ্ট, মায়ের ভূমিকায় নিজেকে দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন নুসরাত।
বিজ্ঞাপন
অন্যদিকে ঠিক একই সময়ে তিনটি ছবি পোস্ট করেছেন যশ দাশগুপ্ত। শুরু থেকেই জল্পনা, নুসরাতের অনাগত সন্তানের বাবা যশ। তাই সন্তানের জন্মের দিন কয়েক আগে তার দিকেও নজর নেটিজেনদের। দু’জনের ছবি দেখে মনে হচ্ছে, তারা খুব সম্ভবত একই জায়গায় আছেন। কিন্তু প্রতিবারের মতো এবারও আলাদা আলাদা ছবি পোস্ট করেছেন। যশ তার ছবিগুলির নিচে লিখেছেন, ‘রোববারের খুশির আমেজ’।
এসএসএইচ
বিজ্ঞাপন