নাটকের চুক্তিপত্রে স্বাক্ষর করছেন তৌকীর আহমেদ ও তমা মির্জা, ছবি : ফেসবুক থেকে

এবার প্রযোজক হিসাবে নাম লেখাতে যাচ্ছেন মডেল, অভিনেত্রী, নৃত্যশিল্পী ও উপস্থাপিকা তমা মির্জা। প্রযোজক হিসেবে নাটক ও ভিডিও কন্টেন্ট নির্মাণে আসছেন তিনি। আর তার প্রথম কাজে পরিচালক হিসেবে কাজ করবেন দেশের নন্দিত নির্মাতা ও অভিনেতা তৌকীর আহমেদ।

তমার প্রযোজনা প্রতিষ্ঠান ‘মির্জাস ক্রিয়েশন’-এর ব্যানারে আসছে ঈদের জন্য একটি নাটক তৈরি করছেন তৌকীর। বিষয়টি নিশ্চিত করেছেন তমা নিজেই।

তৌকীর আহমেদ, ছবি : ফেসবুক থেকে 

তমা বলেন, ‘অন্য সবার মতো আমারও কিছু স্বপ্ন আছে, যা আমি লালন করি আমার মতো করে। সেই স্বপ্নগুলোর মধ্যে একটি সত্যি করার পথে পা বাড়ালাম। তৌকীর ভাইয়ার সঙ্গে এই প্রথম কাজ করতে যাচ্ছি। আপাতত তার সঙ্গে ঈদের একটি কাজ নিয়ে চুক্তি সম্পন্ন হয়েছে। এটি এক ঘণ্টার নাটক। সবার কাছে দোয়া চাই সফলতার জন্য।‘

এ নায়িকা আরও জানান, নাটকটি নির্মাণের পাশাপাশি তৌকীর আহমেদ নিজেও এতে অভিনয় করবেন। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তৌকীরের সঙ্গে আরও কাজ করার আগ্রহের কথাও জানান তমা।

তমা মির্জা, ছবি : ফেসবুক থেকে 

বর্তমানে দেশটিভিতে ‘প্রিয়তমার প্রিয়মুখ’ নামে একটি সেলিব্রেটি শো উপস্থাপনা করছেন তমা। এছাড়া ‘ফ্রম বাংলাদেশ’, ‘পাপকাহিনি’ এবং ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমার কাজ করছেন তিনি।

অন্যদিকে নতুন সিনেমা ‘স্ফুলিঙ্গ’র কাজ শেষ করে বর্তমানে এর পোস্ট প্রোডাকশনের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তৌকীর আহমেদ।

আরআইজে