ওয়েব সিরিজের মাধ্যমে আগেই টলিউডে পা রেখেছিলেন বাংলাদেশি অভিনেত্রী আজমেরি হক বাঁধন। এবার মুম্বাই পাড়ি দিতে চলছেন তিনি। বিশাল ভরদ্বাজের হিন্দি রহস্য-রোমাঞ্চ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বাঁধন।

বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ ছবিতে দেখা যাবে বাঁধনকে। সৃজিত মুখোপাধ্যায়ের তৈরি ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ সিরিজে অভিনয় করে ইতোমধ্যেই ভারতে জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

সম্প্রতি বিশাল ভরদ্বাজ ইনস্টাগ্রামে বাঁধনের সঙ্গে ছবি আপলোড করেছেন। তারপরই প্রকাশ্যে এসেছে এই খবর।

অমর ভূষণের লেখা ‘এস্কেপ টু নো হোয়ার’ রহস্য-রোমাঞ্চ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে বিশালের ‘খুফিয়া’। এই ছবিতে বাঁধনের পাশাপাশি দেখা যাবে তাব্বু, আলি ফজল, আশিস বিদ্যার্থীর মতো অভিনেতাদের।

কয়েক মাস আগেই বাঁধনের অভিনীত ছবি ‘রেহানা মারিয়াম নূর’ কান চলচ্চিত্র উৎসবে জায়গা করে নেয়। এই প্রথম বাংলাদেশের কোনো ছবি এমন স্থান পায়।

এমএইচএস