দিওয়ালির পরই মান্নত ছাড়ছেন আরিয়ান?
জেল থেকে ছাড়া পাওয়ার পর ছেলে আরিয়ানকে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছেন শাহরুখ-গৌরি।
সূত্রের খবর, মান্নতে আর বেশিদিন আরিয়ানকে রাখবেন না শাহরুখ-গৌরী। আদালতের শর্তের কারণে যদিও এখনই দেশে ছেড়ে কোথাও যেতে পারবেন না আরিয়ান। সূত্র জানায়, দিওয়ালির পর সপরিবারে শাহরুখ তার আলিবাগের ফার্মহাউজে যাবেন। কিছুদিন সেখানেই থাকবেন। তবে শোনা যাচ্ছে তারা মুম্বাই ফিরে এলেও আরিয়ান ও আব্রাম ওখানেই থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন শাহরুখ-গৌরী।
বিজ্ঞাপন
২৭ দিন পর বৃহস্পতিবার আরিয়ানেকর জামিন মঞ্জুর হওয়ায় খুশির আমেজ নামে মান্নতে। শুক্রবার রাতে বাড়িকে আলোর মালায় সাজিয়ে তোলা হয়। শনিবার বেলার দিকে ভক্তদের উপচে পড়া ভিড়ের মধ্যে দিয়েই আরিয়ানের কনভয় মান্নতে প্রবেশ করে। জানা গিয়েছে, জেল থেকে ফেরার পর একেবারে নতুন রুটিন বেঁধে দেওয়া হয়েছে আরিয়ানের জন্য। আপাতত কিছুদিন অন্তরালেই থাকবেন তিনি।
এদিন আরিয়ানের স্বাস্থ্য পরীক্ষায় করানো হয়েছে বলেই খবর। রক্ত পরীক্ষার পর নিউট্রিশনিস্টের দ্বারস্থ হয়েছেন গৌরী খান। চিকিৎসক নির্ধারিত ডায়েট মেনেই খাওয়া দাওয়া করবেন আরিয়ান। এমনটাই জানা গিয়েছে। আপাতত ছাড়া মিললেও, তদন্তের জন্য প্রতি শুক্রবার এনসিবির অফিসে হাজিরা দিতে হবে আরিয়ানকে।
বিজ্ঞাপন
শুধু তাই নয়, শোনা যাচ্ছে ছেলের জন্যে নাকি সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে যাবেন শাহরুখ-গৌরী। প্রতি বছর গণেশ চতুর্থীর সময় নিজের বাড়িতে বড় করে পুজো করেন শাহরুখ। এবার ও গণেশ চতুর্থীর দিন গণেশের ছবি দিয়ে সকলকে শুভেচ্ছা জানান কিং খান।
আরিয়ানের জামিনের দিন মন্নতের সামনে ভিড় জমিয়েছিলেন ভক্তরা। শাখরুখ খানের ছেলেকে স্বাগত জানাতে স্লোগান দিচ্ছিলেন তাঁরা। ওয়েলকাম হোম সিম্বার পোস্টার হাত ভিড় করতেও দেখা যায় শাহরুখ অনুরাগীদের। এদিন আরিয়ানের বাড়ি ফেরার পর খুশির স্রোত বইছে টিনসেল টাউনেও। ঊর্মিলা মাতন্ডকার থেকে নীলম কোঠারি, আর মাধবন, মিকা সিং সকলেই শুভেচ্ছা জানিয়েছেন আরিয়ানকে।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, এদিন মান্নতে শাহরুখ পুত্রের সঙ্গে দেখা করতে এসেছিলেন চাঙ্কি কন্যা অনন্যা এবং পুত্র অহন পান্ডে। উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে ওই মাদক কাণ্ডে অনন্যাকেও তলব করেছিল NCB। শোনা যাচ্ছে দাদার বাড়ি ফেরার খুশিতে লন্ডন থেকে ফিরতে পারেন সুহানা খান।
এসএম