কয়েকদিন আগে থেকেই খবর ছিল অজয় বাহলের পরিচালনায় নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ভুমি পেদনেকার। অক্টোবরের শুরুর দিকে জানা যায় সিনেমাটার নাম ‘দ্য লেডি কিলার।’ 

তার কয়েকদিন পরই অর্জুন কাপুর সিনেমাটার একটা পোস্টার তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন। ওই পোস্টে তিনি ক্যাপশন লেখেন- এতে রহস্য আছে, প্রেম আছে, আবেগ আছে, উত্তেজনা আছে। আপনাদের সামনে আসছে দ্য লেডি কিলার।  

এখন পর্যন্ত যতগুলো সিনেমায় কাজ করেছেন তার মধ্যে এ সিনেমা নিয়েই সবচেয়ে বেশি আশা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। 

এখন জানা যাচ্ছে, আসছে মার্চেই এ সিনেমার শুটিং শুরু হবে। আরও বেশ কিছু  বিষয় চূড়ান্ত না হলেও শুটিং কোথায় এবং কখন শুরু হবে সেটা ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে।  

ভুমি আর অর্জুনকে বড় পর্দায় এই প্রথম একসঙ্গে দেখা যাবে।  

‘বি. এ. পাস’ , ‘সেকশন ৩৭৫’ এর সিনেমা পরিচালনা করেছেন অজয় বাহল। 

এনএফ