কারিনা-সাইফের বিয়েতে রয়েছে রানির অবদান
সাইফ আলী খান ও কারিনা কাপুর
২০১২ সালের ১৬ অক্টোবর কারিনা কাপুরকে বিয়ে করেছিলেন সাইফ আলী খান। এই দম্পতির ঘরে রয়েছে এক সন্তান-তৈমুর আলী খান। এখন তারা বেশ সুখেই আছেন।
তবে কারিনা-সাইফের বিয়েতে রানিরও অবদান রয়েছে! কারিনার সঙ্গে ডেটে যাওয়ার আগে বন্ধু রানি মুখোপাধ্যায়ের কাছে পরামর্শ চেয়েছিলেন সাইফ আলী খান। জবাবে রানি তাঁকে যা বলেছিলেন, তা আজও কারিনার সঙ্গে সংসার করার ক্ষেত্রে কাজে লাগছে বলে স্বীকার করেছেন এই বলিউড তারকা।
বিজ্ঞাপন
সাইফ আলী খান জানান, কারিনার সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে তিনি চিন্তায় ছিলেন। কারণ কারিনা তখন বলিউডের ব্যস্ততম অভিনেত্রী। সম্পর্ক যদি এগোয়, তবে ভবিষ্যতে কোনও সমস্যা হবে কি না তা নিয়ে ভয়ে ছিলেন তিনি।
সাইফকে সিদ্ধান্ত নিতে সাহায্য করেন রানি। সাইফের কথায়, “ও বলেছিল, ‘সবসময় ভাববে তোমার সম্পর্ক একজন পুরুষের সঙ্গে’। আসলে করিনাকে আমার সমকক্ষ ভাবতে বলেছিলেন রানি।’’ ব্যখ্যা করে বলেন সাইফ আলী খান।
বিজ্ঞাপন
স্ত্রী কারিনা কাপুরের রেডিও অনুষ্ঠান, ‘হোয়াট উওমেন ওয়ান্ট’-এর একটি পর্বে পুরনো স্মৃতি মনে করেছেন সেফ। যা শুনে কারিনার প্রতিক্রিয়া ‘বেশ ভালো পরামর্শ দিয়েছিল তো! আমার তো মত, সব ছেলেরই ব্যাপারটা মেনে চলা দরকার।’
সাইফ নিজেও কারিনার সঙ্গে একমত পোষণ করেন। জানান, রানির সেই কথাগুলো এখনও কাজে লাগে তাঁর। রানি তাঁকে বুঝিয়েছিলেন, ‘বাড়িতে দু’জন হিরো আছে ভাববে। দু’জন কর্মরত দায়িত্ববোধ সম্পন্ন মানুষ। তাহলেই কোনও সমস্যা হবে না।’
খান পরিবারকে দেখলেই বোঝা যায় রানির কথা যে সত্যিই কাজে এসেছে। নতুন বাড়ি, দ্বিতীয় সন্তান তো রয়েছেই। সামাজিক মাধ্যমে চোখ রাখলেই দেখা যায় সাইফ-কারিনার পারিবারিক মুহূর্তের সুখী সব ছবি।
উল্লেখ্য, ১৯৯১ সালে ১২ বছরের বড় অমৃতা সিংকে বিয়ে করেন সাইফ আলী খান। ১৩ বছর সংসার করার পর ২০০৪ সালে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। এই দম্পতির দুই সন্তান সারা আলী খান ও ইব্রাহীম খান।
আরআইজে