‘ট্যাক্স কার্ড’ পাচ্ছেন যে ছয় তারকা
২০১৯-২০২০ অর্থবছরের করদাতা হিসেবে ১৪১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেবে রাজস্ব বোর্ড। যাদের প্রদান করা হবে ‘ট্যাক্স কার্ড’। এরমধ্যে রয়েছেন দেশের ৬ জনপ্রিয় তারকা। তারা হলেন শাকিব খান, রাইসুল ইসলাম আসাদ, বিদ্যা সিনহা মিম, তাহসান খান, মমতাজ ও শাহীন সামাদ।
২০ জানুয়ারি (বুধবার) এই সংক্রান্ত গেজেট প্রস্তুত করে এনবিআর। এটি প্রকাশ পায় ২৬ জানুয়ারি (মঙ্গলবার)। গেজেটে জানানো হয় ২০১৯-২০২০ কর বছরে যোগ্য করদাতা হিসেবে অভিনেতা-অভিনেত্রী বিভাগে ট্যাক্স কার্ড পাচ্ছেন শাকিব খান, বিদ্যা সিনহা মিম ও রাইসুল ইসলাম আসাদ। সংগীত বিভাগে পাচ্ছেন তাহসান খান, মমতাজ ও শাহীন সামাদ।
বিজ্ঞাপন
জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা ২০১০ (সংশোধিত) অনুযায়ী ২০১৯-২০ কর বছরে ব্যক্তি, প্রতিষ্ঠান ও অন্যান্য বিভাগের যোগ্য করদাতার নাম প্রকাশ করা হয়েছে। এরমধ্যে বিশেষ সম্মাননা দেওয়া হবে ৭৬ জন ব্যক্তি শ্রেণিতে, প্রতিষ্ঠান বিভাগে ৫৫ ও অন্যান্য বিভাগে নির্বাচিত হয়েছেন ১০জন করদাতা।
২০১৯-২০২০ অর্থবছরে ট্যাক্স কার্ডের জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তাদের মনোনীত করেছে। অর্থমন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অধিশাখা-২ (কর) এর জ্যেষ্ঠ সহকারী সচিব নুসরাত জাহান নিসুর সাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
এমআরএম