নৌকায় চড়ে মুম্বাই ফিরলেন নবদম্পতি বরুণ-নাতাশা
সব জল্পনা-কল্পনা শেষে ২৪ জানুয়ারি (রোববার) সাতপাঁকে বাঁধা পড়েন বরুণ ধাওয়ান ও নাতাশা দালাল। বিয়ের তারিখ ঘোষণার পর থেকে নানাভাবে খবরের শিরোনামে হয়ে আসছিলেন তারা। ভক্তরা অধীর আগ্রহে বসে ছিলেন প্রিয় তারকার বিয়ের মুহূর্ত দেখার জন্য।
কিন্তু আগে থেকে বিভিন্ন শর্ত জুড়ে দেওয়া ছিল বিয়ের আয়োজনে। পাপারাজ্জিরা ম্যানসন রিসোর্টের বাইরে আসন গেড়ে বসে থাকলেও ভেতরের কোনো ছবি প্রকাশ করতে পারেননি। অবশেষে বরুণ নিজেই তাঁর ইনস্টাগ্রামে ছাদনাতলার ছবি পোস্ট করেন। নবদম্পতি হাসিমাখা মুখ দেখে কিছুটা হলেও স্বস্তি পায় নেটিজনরা।
বিজ্ঞাপন
বরুন-নাতাশার বিয়ের আয়োজন হওয়ার কথা ছিল পাঁচ দিনব্যাপী। কিন্তু তিন দিন শেষ হতেই আলীবাগ থেকে মুম্বাই রওনা দেন নবদম্পতি। তবে কোনো ফ্লাইট বা গাড়িতে চড়ে নয়। নববধুকে নিয়ে ইঞ্জিন চালিত নৌকায় বিয়ের স্থান ত্যাগ করেন বরুণ। সঙ্গে ছিল পরিবার ও সব আত্মীয়।
বিজ্ঞাপন
বলিউড তারকাদের মধ্যে এ বছর প্রথম বিয়ে করলেন বরুণ ধাওয়ান। বছরের শুরুতেই শোনা যাচ্ছিল চলতি মাসে বিয়ে করবেন তিনি। কিন্তু তারিখ ও স্থান চূড়ান্ত ছিল না। এ নিয়ে নানা গুঞ্জন চলছিল। অবশেষে সকল গুঞ্জনের অবসান ঘটল। সাসওয়াল হ্রদের পাশে গোধূলি লগনে মালা বদল করলেন বরুণ-নাতাশা।
প্রসঙ্গত, ষষ্ঠ শ্রেণি থেকে বরুণ-নাতাশার বন্ধুত্ব শুরু। সেখান থেকে প্রেম হওয়া অতটা সহজ ছিল না। একাধিকবার বরুণকে ফিরিয়ে দিয়েছিলেন নাতাশা। শেষ পর্যন্ত মন গলে তাঁর। নানা চড়াই উতরাই পার করে চার হাত এক হলো তাঁদের।
এমআরএম/আরআইজে